বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও ইতিহাস সৃষ্টি করল বর্ডার রোডস অর্গানাইজেশন। লাদাখে বিশ্বের সর্বোচ্চ মোটরচালিত সড়ক (World Highest Motorable Road) নির্মাণ করে নিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজেই ভাঙল BRO। জানা যাচ্ছে, বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রজেক্ট হিমাঙ্ক এবার সমুদ্রপৃষ্ঠ থেকে 19,400 ফুট উচ্চতায় অবস্থিত মিগলা পাসে বিশ্বের সবচেয়ে উঁচু মোটর চালিত সড়ক নির্মাণ করে 2021 সালের উমলিং লা-এর 19,024 ফুটের রেকর্ডটি গুঁড়িয়ে দিয়েছে।
মিগলা পাসে উত্তোলিত হল জাতীয় পতাকা
News On Air এর রিপোর্ট অনুযায়ী, প্রজেক্ট হিমাঙ্কের চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার বিশাল শ্রীবাস্তবের নেতৃত্বে BRO দলটির ঐতিহাসিক সাফল্যের পর গত বুধবার মিগলা পাসে পৌঁছে জাতীয় পতাকা ও BRO এর পতাকা উত্তোলন করেন প্রজেক্ট হিমাঙ্কের সদস্যরা। বিশেষজ্ঞদের মতে, এই অর্জন চরম ভূখণ্ডে BRO এর প্রকৌশল শ্রেষ্ঠত্বকে প্রদর্শন করে।
কৌশলগত দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই রাস্তা
রিপোর্ট অনুযায়ী, লিকারু থেকে মেঘলা পাস হয়ে সোজা ফুকচে গ্রাম পর্যন্ত এই রাস্তা বা সংযোগ কৌশলগত এবং পরিকাঠামো গত দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, এই সংযোগপথটি হানলে সেক্টর থেকে সোজা ইন্দো-চিন সীমান্তের কাছাকাছি অবস্থিত ফুকচে সীমান্ত গ্রাম পর্যন্ত তৃতীয় গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করবে
অবশ্যই পড়ুন: সৌদি আরবের পাশাপাশি সোমালিয়ার সাথেও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের
বলা বাহুল্য, হানলে আসলে একটি জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যেখানে নানান বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয় মূলত দেশের স্বার্থে। বিশ্লেষক মহলের মতে, BRO এর হাত ধরে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মোটর চালিত সড়কপথটি লাদাখের পর্যটনকে এক আলাদা মাত্রা দেবে।
BRO জানিয়েছে, সিন্ধু উপত্যকার মনমুগ্ধকর দৃশ্যপট এবং পাস পর্যন্ত রোমাঞ্চকর যাত্রা ভ্রমণ প্রিয় মানুষদের এক দারুণ অভিজ্ঞতা প্রদান করবে। যদিও, এই পথ ভ্রমণপিপাসুদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিংও হতে চলেছে। তবে এর পার্শ্ববর্তী প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পাগল মানুষদের মাতিয়ে রাখবে। BRO দাবি করছে, বিশ্বের সর্বোচ্চ 14টি পর্বতগিরিপথগুলির মধ্যে 11টি তাদের হাতেই তৈরি।