সহেলি মিত্র, কলকাতা: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মাঝেই বিরাট জয় হল ভারতের। দীর্ঘ ২২ দিন পর অপহৃত বিএসএফ (BSF) জওয়ান পূর্নম সাউকে মুক্তি দিল পাকিস্তান। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে যে এটা ভারতের বিরাট কূটনৈতিক জয় সেটা বলাই বাহুল্য। ওই বিএসএফ জওয়ানের না হল পূর্ণম কুমার সাউ।
বিএসএফ জওয়ানকে মুক্তি দিল পাকিস্তান
গত ২৩ এপ্রিল আন্তর্জাতিক সীমান্তে নিযুক্ত পূর্ণম কুমার শ নামে একজন সীমান্তরক্ষী বাহিনী (BSF) জওয়ান ভুলবশত পাকিস্তানি সীমান্তে প্রবেশ করে ফেলেন। এরপর তাকে পাকিস্তান রেঞ্জার্স হেফাজতে নেয়। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে পাকিস্তান রেঞ্জার্স পূর্ণম কুমার শ-কে ভারতের হাতে তুলে দিয়েছে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ আটারি সীমান্ত থেকে ভারতে ফিরে এসেছেন বলে খবর। এখন প্রশ্ন উঠছে, এই ঘটনার মাধ্যমে কি পাকিস্তান ভারতের দিকে শান্তির বার্তা দিল কোনোভাবে?
পূর্ণম কুমার শ ১৮২তম বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল। তিনি ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি খামারের কাছে কর্তব্যরত ছিলেন। নিয়মিত কাজকর্মের সময়, তিনি অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের বেড়া পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেন, যেখানে তাকে পাকিস্তান রেঞ্জার্সরা আটক করে। যদিও অবশেষে আজ বুধবার তাঁকে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান বলে খবর।
রিষড়ার বাসিন্দা এই বিএসএফ জওয়ান
পূর্ণম মূলত পশ্চিমবঙ্গের রিষড়ার বাসিন্দা। কয়েকদিন আগে, জওয়াদের স্ত্রী রজনী স্বামীর মুক্তির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। এদিকে মুখ্যমন্ত্রীও তাঁকে আশ্বাস দেন এই বিষয়ে উদ্যোগ নেবেন বলে। যাইহোক, চণ্ডীগড়ে পৌঁছানোর পর রজনী বিএসএফ কর্মকর্তাদের সাথেও দেখা করেন।
ঘটনার খবর নিশ্চিত করেছে বিএসএফ। বিএসএফ-এর তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে “আজ সকাল ১০টা ৩০ মিনিটে আটারি ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শ’কে পাকিস্তান থেকে ফিরিয়ে দিয়েছে। কনস্টেবল পূর্ণম কুমার শ’ ২৩শে এপ্রিল ২০২৫ তারিখে ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন এবং পাক রেঞ্জার্স তাকে আটক করে।” এতে আরও বলা হয়েছে, “পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে নিয়মিত বৈঠক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিএসএফের ধারাবাহিক প্রচেষ্টার ফলে, বিএসএফ কনস্টেবলের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |