বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিল BSNL, ক্ষতি হবে ভারতের?

Published:

BSNL Stopped Bandwidth Imports From Bangladesh
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকাপাকিভাবে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিল ভারতের রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (BSNL Stopped Bandwidth Imports)। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, মূলত উত্তর পূর্বাঞ্চলকে ডিজিটালভাবে আরও সাবলীল করে তুলতেই এই বিরাট পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

ক্ষতি হবে ভারতের?

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সাবমেরিন কেবলসি পিএলসির উপমহাব্যবস্থাপক মহম্মদ আরিফুল হক নাকি জানিয়েছেন, ‘BSNL আনুষ্ঠানিকভাবে গত 21 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপ নাকি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ইন্টারনেট সংযুক্তি সরাসরি প্রভাবিত করবে।’

বাংলাদেশ থেকে ধাপে ধাপে ব্যান্ডউইথ আমদানি করত BSNL

বিএসসিপিএলসি এবং ভারত সঞ্চার নিগম লিমিটেডের মধ্যে গত 2015 সালের জুন মাস নাগাদ ব্যান্ডউইথ সংক্রান্ত একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, 2016 সালের 8 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চুক্তি অনুযায়ী ভারত সঞ্চার নিগম লিমিটেড 10 জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি শুরু করে। এরপর 2020 সালের 8 ফেব্রুয়ারি BSNL সাময়িকভাবে আমদানি বন্ধ করে দেয়। পরে 2021 সালের 26 নভেম্বর একটি নতুন চুক্তির অধীনে পুনরায় বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি শুরু করে BSNL।

রিপোর্ট বলছে, 2021 সালের পর ব্যান্ডউইথ আমদানির পরিমাণটা 10 জিবিপিএস থেকে বাড়িয়ে 20 জিবি প্রতি সেকেন্ড করা হয়েছিল। তবে 2025 সালে এসে উত্তর পূর্বাঞ্চলকে ডিজিটাল ভাবে সাবলীল করে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিল ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে চলেছিল অপারেশন সিঁদুর, এবার একই কায়দায় মিয়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের!

প্রসঙ্গত, বাংলাদেশ সাবমেরিন কেবলসি পিএলসি বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা লিমিটেডের মাধ্যমে ভারতীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL কে ব্যান্ডউইথ পরিষেবা দিতে। রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবাটি সরবরাহ করা হতো বাংলাদেশের কক্সবাজার অবতরণ স্টেশন আখাউরার মাধ্যমে। বলা বাহুল্য, চলতি বছর বিটিআরসি বৈচিত্র্যময় আন্তর্জাতিক সংযোগকে নতুন মাত্রা দিতে ভারত থেকে 50 শতাংশ ব্যান্ডউইথ আমদানি শুরু করে। আর ঠিক এই সময়েই আইটিসি কোম্পানিগুলির মাধ্যমে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ খরচের অন্তত 60 শতাংশ ভারত থেকেই যাচ্ছিল। বিশেষজ্ঞরা বলছেন, BSNL ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দেওয়ায়, যথেষ্ট ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সাবমেরিন কেবলসি পিএলসি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join