শীঘ্রই হতে চলেছে স্বপ্নপূরণ! ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া কত হবে জানেন?

Published:

Bullet Train Fare In India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের 300 কিলোমিটার রুটের ভায়াডাক্টের কাজ সম্পন্ন করা গিয়েছে। শীঘ্রই ওই ভায়াডাক্টের ওপর লাইন পাতার কাজ শুরু হবে। জানা যাচ্ছে, প্রকল্পের কাজ সম্পন্ন হলেই ভারতের বুক চিড়ে চলবে বুলেট ট্রেন।

স্টেশনের কাজ চলছে

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন রুটে অন্তত 12টি স্টেশন তৈরি করা হবে। যার মধ্যে 9টি থাকবে গুজরাতে ও 3 স্টেশন পড়বে মহারাষ্ট্রের অধীনে। সেই সাথেই রেলের এক সূত্র মারফত খবর, ভারতের প্রথম বুলেট ট্রেন 508 কিলোমিটার পথ অতিক্রম করবে। জানা যাচ্ছে, মোট 12 স্টেশনের মধ্যে শুধুমাত্র মুম্বই স্টেশনটি তৈরি হবে মাটির নিচে।

রিপোর্ট অনুযায়ী, স্টেশন খোঁড়ার কাজ ইতিমধ্যেই 76 শতাংশ সম্পন্ন হয়েছে। স্টেশনগুলি তৈরির জন্য প্রায় 18.7 লক্ষ কিউবিক মিটার খনন করা হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, মূলত জাপানের শিনকানসেন প্রযুক্তিতে ভারতে বুলেট ট্রেন চলবে। বলে রাখি, দেশে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ হাতে নিয়েছে ন্যাশনাল হাই স্পিড কর্পোরেশন লিমিটেড। সেই সংস্থাই জানায়, মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর এক পাতাল পথে স্টেশন বান্দ্রা কূর্লো কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে।

উন্নত প্রযুক্তিতে তৈরি হচ্ছে মুম্বই স্টেশন

সূত্র মারফত যা খবর, মূলত উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেনের অন্যতম স্টেশন মুম্বই। জানা গিয়েছে, মহারাষ্ট্রের এই স্টেশনের নির্মাণস্থলে তিন বেঞ্চিং প্ল্যান্টে কাজ করা হচ্ছে। বলে রাখি, মুম্বই স্টেশনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই স্টেশনটি মাটি থেকে আরও 26 মিটার নিচে।

যার ফলে, তিন তলায় প্লাটফর্ম, কনকোর্স ও সার্ভিস ফ্লোরের খনন 32 মিটার গভীরতা পর্যন্ত সম্পূর্ণ করা গিয়েছে। জানা যাচ্ছে, মুম্বইয়ের এই ইমারতটি কম করে 10 তলার একটি ইমারত হতে চলেছে। এই স্টেশনে মূলত 6টি প্ল্যাটফর্ম থাকবে। প্রতিটি প্লাটফর্মের গভীরতা হবে 415 মিটার। যা 16 কামরাযুক্ত বুলেট ট্রেনের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। মুম্বই ছাড়াও অন্যান্য স্টেশনগুলিও উন্নত প্রযুক্তিতে সাজিয়ে তোলা হচ্ছে।

কবে নাগাদ চালু হতে পারে বুলেট ট্রেন পরিষেবা?

বেশ কয়েকটি রিপোর্ট মারফত যা খবর, প্রাথমিকভাবে মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ 2023 স্যারের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে জমি অধিগ্রহণ ও কোভিডজনিত বেশ কিছু সমস্যার কারণে বহুবার প্রকল্পের ডেডলাইন পেরিয়ে গিয়েছে। যদিও 300 কিলোমিটারের কাজ সম্পন্ন হওয়ায় বড় আশা দেখছে কেন্দ্র। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, সব ঠিক থাকলে প্রকল্পের কাজ শেষ করে আগামী 2028 সাল নাগাদ ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু করা হতে পারে।

অবশ্যই পড়ুন: ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ? পররাষ্ট্র উপদেষ্টাকে সরানো নিয়ে উথাল পাথাল বাংলাদেশ

বুলেট ট্রেনের ভাড়া কত হবে?

রেলমন্ত্রীর তরফে বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে প্রথমবারের জন্য বুলেট ট্রেন পরিষেবা চালু হলে, সেক্ষেত্রে ভাড়া কত হতে পারে? সে প্রসঙ্গে বলি, ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন, বুলেট ট্রেনের ভাড়া বিমানের ভাড়ার থেকেও কম হবে। সেই সূত্র ধরেই, বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে ভারতে বুলেট ট্রেন পরিষেবা চালু হলে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত যেতে ভাড়া বাবদ 3000 টাকা ধার্য করা হতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join