প্রীতি পোদ্দার: ফের উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনার খবর উঠে এল শিরোনামে। প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে খাদে উলটে গেল বাস। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বাসের ভিতরে বহু যাত্রী আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতি এক ভয়ংকর আকার ধারণ করছে।
ঘটনাটি কী?
সূত্রের মারফত জানা গিয়েছে, আজ সকালে আলমোড়া জেলার রামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি বাস। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসে ৪৫ জন যাত্রী ছিল। একাধিক শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অনেকের অভিযোগ ওই বাসটিতে যতজন যাত্রীর ধরার কথা তার থেকে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যার ফলে পথে আলমোড়া জেলার মারচুলা নামে একটি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
ভাইরাল বাস দুর্ঘটনার সেই ভিডিয়ো | Almora Bus Accident |
বাসটি দুর্ঘটনার অভিঘাতে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। এদিকে ভিতরে এখনও কিছু যাত্রী আটকে আছেন। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে পুলিশও। বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ঘটনাস্থল থেকে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসের অধিকাংশ তুবড়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করছেন।
জেলাশাসক অলোক কুমার পাণ্ডে বলেন, “বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। ২০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় বাসটি।” অন্যদিকে উদ্ধারকার্য নিয়ে আলমোড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক বিনীত পাল বলেন, ‘‘১৫ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।’’ গোটা চটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী এই ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কী জানালেন?
তিনি জানিয়েছেন, ‘‘রামনগরের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যের। জেলা প্রশাসনকে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাঁরা গুরুতর জখম, তাঁদের প্রয়োজনে আকাশপথে উড়িয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে।’’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |