প্রীতি পোদ্দার, তেলেঙ্গানা: এমন অনেকেই আছেন যারা বাস ও ট্রেনে ভিড়ের ঠেলা একদম সহ্য করতে পারেন না। তাইতো কাছে পিঠে কোথাও যাওয়ার হলে সকলের প্রথম পছন্দ হয়ে ওঠে এই ক্যাব। বর্তমানে OLA, Uber বা Rapido-র চাহিদা দিন কে দিন বেড়েই চলেছে। কিন্তু অ্যাপ ক্যাবের চাহিদা বাড়লেও সমস্যা একটাই, আর সেটি হল ক্যাবের ভাড়া (No AC Campaign)। প্রায়ই এই ক্যাবের ভাড়া বাড়তি প্রসঙ্গে গাড়ি চালকের সঙ্গে যাত্রীদের ঝামেলা পাকে। একদিকে যাত্রীদের অভিযোগ থাকে অ্যাপে যত ভাড়া দেখায় তার থেকে বেশি ভাড়া দাবি করে চালক। অন্যদিকে ক্যাবের চালকদের অভিযোগ প্রতিযোগিতার বাজারে ওলা, উবের বা র্যাপিডো যাই হোক না কেন, ন্যায্য মূল্যের থেকে কম ভাড়া প্রদর্শন করে। যার মাশুল দিতে হয় চালকদের।
ক্যাব বিতর্ক কর্মসূচি হায়দরাবাদে!
গাড়ি ভাড়া নিয়ে হামেশাই তর্ক বিতর্ক লেগেই রয়েছে যাত্রী থেকে শুরু করে গাড়ির চালকদের। এমনকি গাড়ির ভিতর এয়ার কন্ডিশনার চালানো নিয়েও অল্প বিস্তর দ্বন্দ্ব চলে। এবার সেই নিয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চালু হল হায়দরাবাদে। জানা গিয়েছে আজ থেকে সমস্ত ক্যাব চালকরা ‘নো এসি ক্যাম্পেইন’ শুরু করেছেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কোনও যাত্রী অতিরিক্ত খরচ হিসেবে টিপ দিচ্ছেন চালককে, ততক্ষণ পর্যন্ত গাড়িতে এসি চালানো হবে না। অনেকদিন ধরে সরকারকে অ্যাপ ভিত্তিক ক্যাব এগ্রিগেটরদের জন্য একটি সার্বজনিক ভাড়া নির্ণয় করতে বলা হয়েছিল, কিন্তু সেই কাজ করতে না পারায় এবার সরকারের উপর রুষ্ট হয়ে এই প্রতিবাদে সামিল হল সকল ক্যাব চালক।
কেন প্রতিবাদে নামল ক্যাব চালকরা?
এই নো এসি ক্যাম্পেইনের অধীনে ইতিমধ্যেই হায়দরাবাদের ৫৮ হাজার ক্যাব চালক এয়ারপোর্ট যাত্রা বয়কট করেছেন। আর তার অন্যতম মূল কারণ হল বর্তমান ভাড়ার কাঠামো। আর এই প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে অনেক ক্যাব চালকই বলছেন যে তাদের ক্যাব এগ্রিগেটর থেকে যে ভাড়া দেখানো হয়, তাঁর থেকে বাইক-ট্যাক্সি এবং অটো-রিকশার ভাড়া অনেক বেশি থাকে। এমনকি ক্যাবে এসির ব্যবহারের কারণে যে অতিরিক্ত খরচ হয় সেটা এই ভাড়ায় কখনই ধরা থাকে না। আর এই কারণেই চালকদের উল্টে নিজেদের পকেট থেকে বিপুল খরচ হয়, অথচ আয় থাকে সামান্য। তাই এই প্রতিবাদে এবার পথে নামল ক্যাব চালকরা।
আরও পড়ুনঃ ফের মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল, ডার্বি জিতে ট্রফি কাঁধে তুলল সবুজ মেরুন
এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শাইখ সালাহউদ্দিন জানিয়েছেন যে ইউনিয়ন ওলা, উবের এবং র্যাপিডোর মতো ক্যাব অ্যাগ্রিগেটরদের অন্যায্য মূল্য নির্ধারণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘নো এসি ক্যাম্পেইন’ শুরু করবে। এমনকি এও জানা গিয়েছে যে ‘নো এসি ক্যাম্পেইন’ অনুসরণ করে বেশ কিছু ক্যাব চালক তাঁদের গাড়ি রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে জমা দেওয়ার পরিকল্পনা করেছেন। সেক্ষেত্রে তাই এদের স্পষ্ট দাবি প্রতি কিলোমিটার পিছু একটি মান্য ভাড়া নির্ধারণ করা যাতে সমস্ত খরচ ঠিকঠাক হিসেবে আওতায় থাকে এবং চালকের আয়ে যাতে কোনও সমস্যা না তৈরি হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |