১৫০০০ টাকা করে উৎসাহ ভাতা! ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন সরকারের

Published on:

Cabinet approves Rs 1 lakh crore for employment-related incentive schemes

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী দু বছরের মধ্যে দেশে তৈরি হবে 3.5 কোটি অতিরিক্ত কর্মসংস্থান। এবার সেই মর্মেই মঙ্গলবার অর্থাৎ 1 জুলাই কর্মসংস্থান সম্পর্কিত প্রণোদনা প্রকল্পে 1 লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই ঘোষণা আগামী দিনে দেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে বলেই আশা করছেন বুদ্ধিজীবীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উৎপাদন খাতে বিশেষ নজর দেওয়া হবে

সরকারি সূত্র মারফত খবর, কর্মসংস্থান সম্পর্কিত প্রণোদনা প্রকল্পের আওতায় আগামী দিনে উৎপাদন খাতের ওপর বিশেষ মনোযোগী হবে কেন্দ্র। জানা যাচ্ছে, উৎপাদন সংক্রান্ত ক্ষেত্রগুলিতে অতিরিক্ত মনোনিবেশ করে সব ক্ষেত্রেই কর্মসংস্থান তৈরি, কর্মসংস্থান যোগ্যতা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে এই প্রকল্পে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রকল্পে মোট কত টাকা ব্যয় হবে?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে আগামী দিনে সরকারের কর্মসংস্থান সম্পর্কিত প্রণোদনা প্রকল্পে 99,886 কোটি টাকা ব্যয় করা হবে বলেই খবর। রিপোর্ট অনুযায়ী, আগামী 1 আগস্ট থেকে 2027 সালের 31 জুলাইয়ের মধ্যে তৈরি হওয়া কর্মসংস্থানের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রকল্পের প্রধান লক্ষ্য

কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত দেশের কর্মসংস্থান সম্পর্কিত প্রণোদনা প্রকল্পের প্রধান উদ্দেশ্য, আগামী দু বছরের মধ্যে প্রায় 1 লক্ষ কোটি টাকা ব্যয় করে দেশে 3.5 কোটিরও বেশি কর্মসংস্থান তৈরিতে উৎসাহ যোগানো। জানা যাচ্ছে, এই প্রকল্পের হাত ধরেই প্রথমবারের মতো 1.92 কোটি সুবিধাভোগী কর্মক্ষেত্রে প্রবেশ করবেন।

বলে রাখি, কেন্দ্রের এই প্রকল্পটির মূলত দুটি অংশ রয়েছে, যেখানে A অংশ অর্থাৎ নতুনদের ওপর বিশেষ নজর দেওয়া এবং B অর্থাৎ নিয়োগকর্তাদের ওপর দৃষ্টি নিবন্ধ করা।

কর্মচারীদের বিভিন্ন ইনসেনটিভ

এই প্রকল্পের আওতায় থাকা A বিভাগের মাধ্যমে মূলত কর্মচারী ভবিষ্যনিধি বা EPFO সংস্থায় প্রথমবার নিবন্ধিত কর্মীদের জন্য দুটি কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত মাসিক EPF বেতন প্রদান করা হবে। জানা যাচ্ছে, মাসে 15,000 টাকা পর্যন্ত PF নিতে হলে কর্মচারীদের বেতন হতে হবে 1 লক্ষ টাকার কাছাকাছি।

অবশ্যই পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ স্বত্বেও মেলেনি DA! এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্মীদের

বলা বাহুল্য, প্রণোদনের জন্য যোগ্য হলে দুই কিস্তিতে অর্থাৎ চাকরির 6 মাস পর প্রথম কিস্তি এবং 1 বছর চাকরি করার পর ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় কিস্তি দেবে সরকার। উল্লেখ্য, প্রকল্পের A বিভাগে অন্তত 1.92 কোটি কর্মচারী উপকৃত হবেন।

একইভাবে দ্বিতীয় অংশ অর্থাৎ B বিভাগে বিশেষ নজর দেওয়া হবে উৎপাদন খাতের ওপর। সে ক্ষেত্রে নিয়োগ কর্তারা 1 লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মীদের জন্য ইনসেনটিভ পাবেন। সেক্ষেত্রে বলে রাখি, সরকার কমপক্ষে 6 মাস পর্যন্ত স্থায়ী কর্মীদের জন্য দু বছর নিয়োগকর্তাদের প্রতিমাসে 3,000 টাকা করে ইনসেনটিভ দেবে। এক কথায়, যোগ্য কর্মী নিয়োগ করে B বিভাগে প্রণোদনা পেতে পারেন নিয়োগকর্তা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group