বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় আছে রাখে হরি মারে কে? সম্প্রতি এমন প্রবাদ কাটায় কাটায় মিলে গিয়েছে এক নিষ্পাপ প্রাণীর ক্ষেত্রে। হ্যাঁ, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের চরগাওয়ান থানা এলাকায় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
সূত্রের খবর, ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 4 জনের। তবে প্রাণে বাঁচলেও দুই সহযাত্রীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। খোঁজ নিয়ে জানা গেল, ওই পরিবার নাকি একটি পাঁঠাকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
এমন সময়ে ধর্মীয় আচার অনুযায়ী, পাঁঠা উৎসর্গের রীতি মেনে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। সূত্রের খবর, 4 জনের মৃত্যুসহ 2 জন আহত হলেও, প্রাণে বেঁচেছে ওই পাঁঠাটি। যেই খবরে কার্যত তাজ্জব বনে গিয়েছেন অনেকেই।
এক নজরে গোটা ঘটনা…
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল 3:45 নাগাদ চরগাওয়ান থানা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দুর্ঘটনার খবর কানে আসতেই, তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ আধিকারিকদের।
স্থানীয়দের তৎপরতায়, ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ওই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ ভোমরা উধাও হয়েছিল 4 জনের, বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, দুজনেরই অবস্থা যথেষ্ট গুরুতর।
প্রাণে বেঁচেছে পাঁঠাটি
চরগাওয়ান থানার ইনচার্জ অভিষেক পিয়াসি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত ওই পরিবার তাদের ধর্মীয় রীতি অনুযায়ী স্থানীয় কোনও মন্দিরে দেবতার উদ্দেশ্যে একটি পাঁঠাকে বলি দিতে গিয়েছিলেন। ধর্মীয় আচার অনুযায়ী, প্রতীকী পাঁঠা উৎসর্গ করার পর ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ কর্তা জানান, সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন ভয়াবহ দুর্ঘটনায় পরিবারের 4 জনের মৃত্যু হলেও পাঁঠাটির গায়ে এক ফোঁটাও আঁচ আসেনি। অভিষেক বাবুর কথায়, বিষয়টির সাথে অলৌকিক শক্তির যোগ পাচ্ছেন অনেকেই।
অবশ্যই পড়ুন: দীর্ঘ রোগযন্ত্রণা থেকে মুক্তি! চলে গেলেন ‘চাষার ব্যাটা’ রেজ্জাক মোল্লা
প্রসঙ্গত, বৃহস্পতিবার চরগাওয়ানের যে সেতুটির ওপর দুর্ঘটনাটি ঘটে, জবলপুর থেকে সেটির দূরত্ব কমপক্ষে 45 কিলোমিটার। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনার পিছনে কোনও তৃতীয় ব্যক্তির হাত রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মৃতদের নাম পরিচয় প্রকাশে এসেছে। মধ্যপ্রদেশের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত 4 ব্যক্তি হলেন, কিষান প্যাটেল, মহেন্দ্র প্যাটেল, সাগর প্যাটেল এবং রাজেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই চৌকিতলা গ্রামের বাসিন্দা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |