সৌভিক মুখার্জী, কলকাতা: 31 বছর আগে চাকরি হারিয়ে একজন চাকরিহারা ব্যক্তি তদন্তকারী আধিকারিকের ওপর তীর ধনুক নিয়ে হামলা চালালেন! কি শুনতে অবাক লাগছে? সিনেমার দৃশ্য মনে হলও এই ঘটনাকে বাস্তবে ঘটিয়েছে বিহারের এক অভিযুক্ত।
আসলে শুক্রবার, সকাল 11 টা 15 মিনিট নাগাদ হজরতগঞ্জের (Hazratganj, Lucknow) সিবিআই দপ্তরের সামনে দাঁড়িয়েছিলেন এএসআই বীরেন্দ্র সিং। তবে হটাৎ তড়িঘড়ি একজন ব্যক্তি হাতে তীর ধনুক নিয়ে ছুটে আসেন। আর মুহূর্তের মধ্যেই বীরেন্দ্র সিংয়ের বুকে গেঁথে যায় একটি তীর। ফলত রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন মাটিতে।
হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত
তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতার কারণে ওই ব্যক্তি হাতেনাতে ধরা পড়ে যান। স্থানীয় সূত্রে খবর, তার নাম দীনেশ মুর্মু। তিনি বিহারের মুঙ্গের জেলার এক বাসিন্দা। 1993 সালে, অর্থাৎ আজ থেকে 31 বছর আগে রেলওয়ের এক ঘুষ সংক্রান্ত মামলায় তিনি অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে তদন্ত করেছিল সিবিআই। এমনকি তদন্তকারী দলের একজন ছিলেন ওই বীরেন্দ্র সিং।
এক দশকের বেশি সময় ধরে প্রতিশোধের প্রস্তুতি?
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, চাকরি হারানোর পর দীনেশের মনে জন্ম হয়েছিল বিরাট ক্ষোভ ও প্রতিশোধের আগুন। সে চেয়েছিল, যে করে হোক প্রতিশোধ নিতে হবে। গ্রামের নির্জন জায়গায় গিয়ে নিয়মিত তিনি তীর ধনুক চালানোর অনুশীলন করতেন। এমনকি তার তীরের ফলায় লোহার ধারালো ছুরি লাগানো ছিল, যা তিনি নিজেই তৈরি করেছিলেন।
জানা যাচ্ছে, হামলার দিন সকাল থেকেই তিনি ওই সিবিআই অফিসের সামনে একটি গাছের নিচে ধর্না দিয়ে বসেছিলেন। আর সঠিক সময়ে সঠিক পরিস্থিতি বুঝেই নিশানা করেন বীরেন্দ্র সিংয়ের বুকে।
আহত আধিকারিকের এখন কী অবস্থা?
সূত্রের খবর, বীরেন্দ্র সিংকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন, যদি তীরটি সামান্য ডানদিকে লাগতো, তাহলে তার হৃদপিন্ডে বিঁধে প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল।
আরও পড়ুনঃ ফ্লাইট থেকে তোলা যাবে না কোনও ছবি বা ভিডিও! বন্ধ রাখতে হবে জানালা
হাসপাতালে সুপার ডা. রাজেশ শ্রীবাস্তব এ বিষয়ে জানিয়েছেন, তীরটি যেখানে লেগেছে, তাতে মোটামুটি 5 সেন্টিমিটারের কাছাকাছি ক্ষত হয়েছে। তবে তীরটি যদি বুকের আর একটু ডানদিকে লাগতো, তাহলে হয়তো হৃদপিন্ড ছিঁড়ে গিয়ে তার প্রাণহানি হত।
জানিয়ে রাখি, বর্তমানে লখনৌ পুলিশ দীনেশকে গ্রেফতার করে ফেলেছে। তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলাও রুজু করা হয়েছে। পুলিশ তার কাছ থেকে তীর ধনুক উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে যে, এই হামলার পেছনে আর কারও হাত আছে কিনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |