CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল কীভাবে দেখবে পড়ুয়ারা? রইল লিংক সহ গাইড

Published:

CBSE 10th and 12th Result 2025
Follow

সহেলি মিত্র, কলকাতা: আপনার সন্তানও কি সিবিএসই (CBSE) বোর্ডের পড়ুয়া? দশম বা দ্বাদশ শ্রেণীর ফলাফলের অপেক্ষা করছে? তাহলে আজকের রি প্রতিবেদনটি রইল আপনার ও আপনার সন্তানের জন্য। CBSE খুব শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করতে পারে। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর cbse.gov.in, results.cbse.nic.in ওয়েবসাইটে গিয়ে তা দেখতে পাবে পড়ুয়ারা। এছাড়াও, শিক্ষার্থীরা ডিজিলকার এবং উমং অ্যাপের মাধ্যমেও তাদের ফলাফল দেখতে পারবে।

কবে বেরোবে CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল?

CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলাফল পরীক্ষা করার জন্য সিবিএসই স্কুলগুলিতে ডিজিলকারের ৬ সংখ্যার অ্যাক্সেস কোড পাঠিয়েছে। এমন পরিস্থিতিতে, অনুমান করা হচ্ছে যে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল যেকোনো সময় প্রকাশিত হতে পারে। প্রতি বছরের মতো, সিবিএসই ডিজিলকার প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের মার্কশিট, পাসিং সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেটের ডিজিটাল ভার্সেন পাঠিয়ে দেবে।

CBSE ডিজিলকারের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের ডিজিলকারে তাদের অ্যাকাউন্ট সক্রিয় করার পরামর্শ দিয়েছে। সিবিএসই ফলাফলের তারিখ এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং ডিজিলকারের X অ্যাকাউন্টে দেওয়া হবে।

CBSE Board -এর দশম শ্রেণির ফলাফল কীভাবে দেখবে?

১) অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in ভিজিট করতে হবে।

২) এরপর হোমপেজে দশম শ্রেণীর ফলাফল ২০২৫ ঘোষিত লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার স্টুডেন্ট রোল নম্বর, স্কুল নম্বর অথবা অ্যাডমিট কার্ড আইডি লিখত হবে।

৪) সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর ফলাফল স্ক্রিনে খুলবে।

৫) সবশেষে অবশ্যই একটি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য।

আরও পড়ুনঃ ‘কোনও রাজ্যকে জোর করা যাবে না,’ জাতীয় শিক্ষানীতি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

CBSE Board -এর দ্বাদশ শ্রেণির ফলাফল কীভাবে দেখবে?

১) সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in ভিজিট করতে হবে।

২) এরপর হোমপেজে দ্বাদশ শ্রেণীর ফলাফল ২০২৫ ঘোষিত লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার স্টুডেন্ট রোল নম্বর, স্কুল নম্বর অথবা অ্যাডমিট কার্ড আইডি লিখতে হবে।

৪) এটি করলে, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল স্ক্রিনে চলে আসবে।

৫) এরপর একটি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join