বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) বড় পদক্ষেপ! এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল। এরই মাঝে নতুন নিয়মে জড়াতে চলেছে CBSE বোর্ড। সূত্রের খবর, দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের আগেই ফলাফল পুনঃমূল্যায়ন সংক্রান্ত বিষয়ে বিরাট বদল আনতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ।
ফল প্রকাশের আগেই বড় পরিবর্তন CBSE সিস্টেমে
সদ্য কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর, যেসব পড়ুয়া তাঁদের ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকবেন, তাঁদের মূলত নতুন নিয়মে নম্বর যাচাইকরণ বা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে হবে। সেই সূত্রে জানিয়ে রাখি, প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে, প্রথমে বোর্ডের পদ্ধতি মেনে নিজেদের উত্তরপত্র দেখার জন্য আবেদন করতে হবে পড়ুয়াদের।
এই কাজ হয়ে গেলে বোর্ড নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীদের মূল্যায়িত উত্তরপত্রের ফটোকপি দেওয়া হবে। এরপরই পরীক্ষার্থীরা তাদের নম্বর যাচাইকরণের জন্য আবেদন করতে পারবেন। কিংবা দুই প্রক্রিয়ার জন্যই যৌথভাবে আবেদন করা যাবে।
জানিয়ে রাখা ভাল, আগে নম্বর যাচাইকরণের জন্য বোর্ডের কাছে আবেদন করতে হতো পরীক্ষার্থীদের। বোর্ডের তরফে সবুজ সংকেতের পর পরীক্ষার্থীরা উত্তরপত্র দেখার জন্য আবেদন করতে পারতেন। তবে এই নতুন নিয়মে পরীক্ষার্থীরা প্রথমেই নিজেদের উত্তরপত্র দেখার জন্য আবেদন করতে পারবেন। বোর্ড জানিয়েছে, মূলত পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ও পরীক্ষার্থীদের আত্ম সন্তুষ্টির জন্যই নয়া পদক্ষেপ করা হল।
বোর্ডের তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নয়া নিয়মের দৌলতে পরীক্ষার্থীরাও নিজেদের উত্তরপত্র দেখে মূল্যায়নকারীদের মন্তব্য এবং নিজেদের ভুলগুলি যাচাই করে নিয়ে পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করবেন কিনা সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কাজেই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই নয়া নিয়ম চালু করলে, আখেরে সুবিধা হবে দুপক্ষেরই।
অবশ্যই পড়ুন: ঘন্টায় ২৮,০০০ কিমি বেগে স্যাটেলাইট ডগ ফাইটিং! পাকিস্তান দূর, ভারতের কীর্তিতে চিন্তিত চিনও
প্রসঙ্গত, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এখনও পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়নি। তাছাড়াও যেহেতু গোটা প্রক্রিয়াটি দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হওয়ার কথা, তাই এই নতুন নিয়মের প্রয়োজনীয় ধাপ গুলি বোর্ডের ওয়েবসাইটে এখনই উল্লেখ করা হয়নি।