বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে বেছে বেছে 26 জন নিরীহ ভারতীয়র প্রাণ নিয়েছে পাকিস্তানের সন্ত্রাসীরা। আর সেই অপকর্মের হিসেব মেটাতেই চালানো হয়েছিল অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হয় 9টিরও বেশি জঙ্গিঘাঁটি। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। তবে আপাতত সেই অপারেশন স্থগিত রেখেছে ভারত। অনেকেই একে যুদ্ধবিরতি বলেই মনে করছেন।
তবে পাকিস্তানের প্রতি রোষ যেন এক ফোঁটাও কমেনি দেশবাসীর। এমতাবস্থায়, শুধুমাত্র কিছু মুনাফা লাভের আশায় শত্রু দেশের পতাকা বিক্রি করছে ফ্লিপকার্ট, আমাজনের (Amazon) মতো বেশ কিছু ই-কমার্স সংস্থা। আর তাতেই চটে গিয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্র। ইতিমধ্যেই দেশের একাধিক ই-কমার্স সাইট গুলিকে কড়া নোটিস দিয়েছে কেন্দ্র।
পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, দেশের বিভিন্ন ই-কমার্স সাইট যেমন, ফ্লিপকার্ট, আমাজন, ইউবিআই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কর্পোরেশন, দ্য ফ্ল্যাগ কোম্পানি সহ একাধিক ই-কমার্স সাইটের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ বিষয়ে, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ জোশী নিজের X হ্যান্ডেলে জানান, ফ্লিপকার্ট, সিসিপিএ, আমাজন, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি ও ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বেশ কিছু ই-কমার্স সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে।
তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ রয়েছে। সংস্থাগুলি যে কাজ করেছে তা আমাদের ভাবাবেগে আঘাত করে। এদিন ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওই মন্ত্রী আরও জানান, দেশের স্বার্থে আঘাত করে এমন জিনিসপত্র বিক্রি বন্ধ করতে হবে। দেশের অনলাইন ব্যবসায়ীদের ভারতীয় আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়ে দিয়েছেন প্রহ্লাদ।
বন্ধ হয়ে যাবে ফ্লিপকার্ট, আমাজন ই-কমার্স সংস্থাগুলি?
ক্রেতা সুরক্ষা মন্ত্রকের বড় পদক্ষেপের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ভুয়ো তথ্য ছড়াচ্ছে। একাধিক সামাজিক হ্যান্ডেলে দাবি করা হচ্ছে, পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগে এবার চিরতরে বন্ধ হয়ে যেতে পারে ফ্লিপকার্ট ও আমাজনের ব্যবসা! যদিও এই ধরনের প্রচার একেবারেই সত্যি নয়। কেন্দ্রের তরফে ই-কমার্স সংস্থাগুলিকে শুধুমাত্র নোটিস দেওয়া হয়েছে। এই নোটিসের অর্থ, আগামীতে তারা যেন ভারত বিরোধী কোনও দেশ বিশেষত পাকিস্তানের পতাকা বিক্রি না করে!
অবশ্যই পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিরাট কোহলির বন্ধুকে বড় দায়িত্ব দিল পাকিস্তান
প্রসঙ্গত, বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটগুলিতে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে, এই ঘটনা প্রথম নজরে আসে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের। পরবর্তীতে সেই সংগঠনের তরফে গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়। চিঠিতে আবেদন করা হয়, দ্রুত ওই অনলাইন প্লাটফর্ম গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার! আর এরপরই ই-কমার্স সাইটগুলিকে নোটিস ধরায় ক্রেতা সুরক্ষা মন্ত্রক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |