বিশ্বে দাপট দেখাচ্ছে ভারতীয় অস্ত্র! ২০৩০ সালের মধ্যে ৩০,০০০ কোটির রপ্তানি বাণিজ্যের লক্ষ্য বাঁধল কেন্দ্র

Published on:

Central Government Aims Indian Defence export over Rs 30,000 crore by 2030

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত এখন আত্মনির্ভর। তবে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিশ্ব বাজারে একের পর এক বিধ্বংসী অস্ত্র রপ্তানি (Indian Defence Export) করে লক্ষ্যভেদ করেছে দিল্লি। পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় অস্ত্রের জোর কতটা, তা বুঝতে পেরেছে গোটা বিশ্ব। আর সেজন্যই এখন বহু উন্নত দেশের প্রধান পছন্দ ভারতীয় অস্ত্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিগত বছরগুলিতে, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি একাধিক সামরিক সরঞ্জাম উৎপাদন করে বিশ্ব বাজারে মেড ইন ইন্ডিয়া অস্ত্রের চাহিদা বাড়িয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যেই 2024-25 আর্থিক বছরে 23,622 কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করে বিরাট রেকর্ড গড়েছে ভারত।

100 দেশে প্রতিরক্ষা রপ্তানি 34 গুণ বেড়েছে

পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, বিগত 11 বছরে বিশ্বের অন্তত 100 দেশে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 34 গুণ বৃদ্ধি পেয়েছে। 2014 আর্থিক বছরে যেখানে বিশ্বে ভারতীয় অস্ত্রের রপ্তানি ছিল মাত্র 686 কোটি টাকা, সেই পথ ধরে 2024-25 অর্থবর্ষে একেবারে 23,622 কোটি টাকা রপ্তানির রেকর্ড গড়েছে দিল্লি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশেষজ্ঞরা বলছেন, মূলত শিল্প লাইসেন্সিং পদ্ধতির সরলীকরণ, লাইসেন্স ব্যবস্থা থেকে যন্ত্রাংশ এবং উৎপাদন অপসারণ, সরঞ্জাম রপ্তানির নিয়ম সহজ করার মতো একাধিক নীতিগত পদক্ষেপ ভারতকে বিশ্ব বাজারে প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফলক ছুঁতে সাহায্য করেছে।

কেন্দ্রের বড় লক্ষ্যমাত্রা

জানা যাচ্ছে, বিগত বছরগুলিতে যে হারে বিশ্ববাজারে ভারতীয় যুদ্ধাস্ত্রের চাহিদা বেড়েছে, তাতে আগামী দিনে খুব সহজেই নিজের পুরনো রেকর্ড ভেঙে ফেলবে দিল্লি। বিশ্লেষকদের মতে, ভারতের প্রতিরক্ষা রপ্তানি বর্তমানে যেভাবে বৃদ্ধি পাওয়া উচিত তার থেকেও দ্রুত গতিতে রপ্তানি বাড়ছে। 2023-24 আর্থিক বছরে যেখানে ভারতের রপ্তানি ছিল 21,083 কোটি টাকার 2024-25 আর্থিক বছরে তা কমপক্ষে 12 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার সেই সূত্র ধরেই আগামী দিনে ভারতীয় যুদ্ধাস্ত্র রপ্তানিতে বড় লক্ষ্যমাত্রা ঠিক করেছে দিল্লি।

সম্প্রতি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আসন্ন 2030 আর্থিক বছরের মধ্যে বিশ্বের বহু দেশে ভারতীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম রপ্তানি করে 30 হাজার কোটি টাকারও বেশি অঙ্কের বাণিজ্যের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বেশকিছু রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ভারত যেভাবে অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করছে তাতে ভারত সরকারের 30 হাজার কোটির লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হয়ে যাবে।

অবশ্যই পড়ুন: কর্মীই নেই, PSL-এ আর নেওয়া যাবে না DRS! লজ্জায় নাক কাটা গেল PCB-র

প্রতিরক্ষা খাতে 50 হাজার কোটির বরাদ্দ বেড়েছে!

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2029 আর্থিক বছরের মধ্যে দেশের প্রতিরক্ষা খাতে 50 হাজার কোটি টাকার বরাদ্দ বাড়ানোর লক্ষ্যের কথা জানিয়েছে। আসলে একসময়ের আমদানি নির্ভর ভারত ধীরে ধীরে উন্নত দেশগুলির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে, কীভাবে নিজের ক্ষমতায় অত্যাধুনিক বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র তৈরি করে নিজস্ব প্রয়োজন মেটানোর পাশাপাশি বিশ্বের অসংখ্য দেশে রপ্তানি করতে পারে তা গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়াই কেন্দ্রের প্রধান লক্ষ্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group