প্রীতি পোদ্দার, কলকাতা: আজ তৃতীয়া। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব শুরু হতে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর এই আনন্দের মাঝে কর্মীদের উদ্দেশে এক বড় উপহারের আয়োজন করল কেন্দ্র। জানা গিয়েছে আজ, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলকর্মীদের জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের প্রস্তাব (Diwali Bonus For Rail Employees) অনুমোদন করে দিয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই রেলকর্মীদের জন্য দীপাবলির বোনাস ঘোষণা করতে চলেছে কেন্দ্র ।
পুজোর আগে বোনাস ঘোষণা কেন্দ্রের
কেন্দ্রীয় মন্ত্রিসভার তথ্য অনুযায়ী চলতি বছর, দীপাবলির এই বোনাস দেওয়া হবে মূলত নন-গেজেটেড কর্মীদের, যাঁরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ নেটওয়ার্ককে দক্ষতার সঙ্গে সচল রেখে চলেছে। আর এই বোনাস কর্মীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড, অর্থাৎ কর্মক্ষমতা ও পারফরম্যান্সের উপর ভিত্তি করেই দেওয়া হবে। সরকারি ভাবে জানানো হয়েছে যে এ বার ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। এবং ১০.৯ লক্ষ রেল কর্মী বোনাস পাবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ১৮৬৬ কোটি টাকা খরচ হবে। গত বছর প্রায় ১১ লক্ষ কর্মী এই বোনাস পেয়েছিলেন। রেলের বিভিন্ন ক্যাটিগরি যেমন ট্র্যাক ইনস্পেকটর, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, মিনেস্টারিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপের কর্মীরাও ছিল সেই তালিকায়।
অর্থনীতিতে পড়বে ইতিবাচক প্রভাব
গতবার অর্থাৎ ২০২৪ সালে ৭৮ দিনের মজুরি বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এই হিসাব অনুযায়ী রেল কর্মীরা সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা বোনাস হিসেবে পেয়েছিলেন। বোনাসের জন্য বরাদ্দ করা হয়েছিল ২০২৯ কোটি টাকা। এদিকে দুর্গাপুজো, দিওয়ালি উৎসবের আগে কর্মীদের বাড়তি টাকা আসায় যেমন তাঁদের লাভ হতে চলেছে, ঠিক তেমনই অর্থনৈতিক দিক থেকে এটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ কেন্দ্রীয় রেল কর্মীদের বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দেশের অন্যতম বড় নিয়োগকারী সংস্থা যেহেতু রেল তাই তাদের কর্মীদের হাতে বাড়তি টাকা দিলে অর্থনীতিতে এক বিরাট প্রভাব পড়তে চলেছে।
প্রসঙ্গত, সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গৃহস্থালী সামগ্রীর উপর GST কমিয়েছে। এর ফলে ক্রেতাদের কেনাকাটার ইচ্ছা অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে। আর তাতেই দেশের রিটেল মার্কেটেও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছি বিশেষজ্ঞরা। অন্যদিকে এও শোনা যাচ্ছে যে বোনাসের সঙ্গে সঙ্গেই নাকি এবার ৩ শতাংশ DA বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তাহলে সেক্ষেত্রে এটাই হবে সপ্তম পে কমিশনে শেষ ডিএ বৃদ্ধি। এরপর ২০১৬ জানুয়ারি থেকে লাগু হবে অষ্টম পে কমিশন।