বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর পাহাড়ি রাস্তায় মাইলের পর মাইল হেঁটে ভগবান দর্শন করতে হবে না! কেদারনাথ (Kedarnath) দর্শন আরও সহজ হলো। দর্শনার্থীদের সুখবর দিল ভারত সরকার। এবার থেকে রোপয়েতে চেপেই পৌঁছানো যাবে কেদারনাথ। সূত্রের খবর, জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচির অধীনে উত্তরাখন্ডকে বড় উপহার দিল মোদি সরকার। জানা যাচ্ছে, সে রাজ্যের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে পরিষেবায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তৈরি হবে দীর্ঘ পথের রোপওয়ে | Kedarnath Ropeway Project |
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে শুরু করে কেদারনাথ পর্যন্ত 12.9 কিলোমিটার দীর্ঘ পথের রোপওয়ে পরিষেবায় সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, পর্যটকদের সুবিধার্থে কেদারনাথ পর্যন্ত জাতীয় রোপওয়ে কর্মসূচির হাত ধরে তৈরি হতে যাওয়া রোপওয়ে পরিষেবাটি চালু করতে খরচ পড়বে 4 হাজার 81 কোটি টাকা।
কেদারনাথ যাত্রার সময় কমবে
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে তৈরিতে অনুমোদন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে জানানো হয়েছে, প্রায় 4 হাজার 100 কোটি টাকা খরচ করে এই রোপওয়ে একবার তৈরি হয়ে গেলে 8 থেকে 9 ঘণ্টার দীর্ঘ পথ মাত্র 36 মিনিটে পার করা সম্ভব হবে। সেক্ষেত্রে বলাই যায় রোপওয়ের হাত ধরে আধঘন্টাতেই পৌঁছানো যাবে কেদারনাথ।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে তৈরি হবে রোপওয়ে
কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী দিনে চালু হতে যাওয়া সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়েটি মূলত সরকারি-বেসরকারি অংশীদারিত্বে গড়ে উঠবে। এবং এটি একবার তৈরি হয়ে গেলে সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগে চালানো হবে এই রোপওয়ে।
রোপওয়েটির বিশেষত্ব
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, কেদারনাথ পর্যন্ত রোপওয়েটি চালু হয়ে গেলে প্রতিদিন এই রোপোয়েতে করে 18 হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। মনে করা হচ্ছে, বিশেষত বয়স্ক তীর্থযাত্রীদের জন্য এই রোপওয়ে পরিষেবা অত্যন্ত লাভজনক হতে চলেছে। মূলত, দর্শনার্থীদের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই তৈরি হতে চলেছে এই রোপওয়ে।
অবশ্যই পড়ুন: এবার এক ট্রেনেই যাওয়া যাবে মিজোরাম, খুব শীঘ্রই রেলপথে জুড়ছে উত্তরপূর্বের রাজ্য
কত খরচ হবে?
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, কেদারনাথের পাশাপাশি উত্তরাখণ্ডের গোবিন্দ ঘাট থেকে হেমকুন্ড সাহিব পর্যন্ত দীর্ঘ 12.8 কিলোমিটারের রোপওয়ে প্রকল্প উন্নয়নেরও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দুই প্রকল্প রূপায়ণে সরকারের খরচ পড়বে 2, 730 কোটি 13 লক্ষ টাকা। তবে রোপওয়ে পরিষেবা চালু হয়ে যাওয়ার পর তার লাভ তুলতে অর্থাৎ কেদারনাথ পর্যন্ত যাতায়াত করতে যাত্রীদের কত খরচ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |