শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ প্যান কার্ড (Permanent Account Number)… একটা জরুরী নথি বর্তমান সময় এমন কোন মানুষ হয়তো বাকি নেই যার কাছে এই PAN কার্ড নিয়ে তবে এই প্যান কার্ড নিয়ে হামেশাই কিছু না কিছু অভিযোগ উঠছে দেখা যায়। এখানে অবস্থায় এবার এই প্যান কার্ড নিয়েই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থেকে থাকে বা নতুন করে প্যান কার্ড বানানোর পরিকল্পনা করছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
আসছে প্যান PAN 2.0
সূত্রের খবর, এবার আসছে প্যান কার্ড ২.০। আদতে আগামী দিনে সকলেরই প্যান কার্ড বদলে যেতে চলেছে বলে খবর। সোমবার অর্থাৎ গত ২৫ নভেম্বর একটি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই বৈঠকে যেমন সবার প্রথমে ১,৪৩৫ কোটি টাকার প্যান ২.০ প্রকল্প অনুমোদিত হয়। এর লক্ষ্য হল ব্যবসায়ীদের লেনদেনকেন আরও মাখনের মতো সহজ করা। শুধু তাই নয়, এই প্যান কার্ডে এমন একটি কিউআর কোড থাকবে যেটির মাধ্যমে উপকৃত হবেন সকলে।
থাকবে QR Code
প্যান কার্ডে কিউআর কোড থাকলে আয়করদাতারা নানা সুবিধা হবে। প্যান ২.০ প্রজেক্টের আওতায় প্যান কার্ডে কিউআর কোড দিয়ে বিনামূল্যে আপগ্রেড করা হবে।এই বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্প অনুমোদন করেছে। নতুন এই প্যান ২.০ প্রকল্পের ব্যয় হবে ১৪৩৫ কোটি টাকা।
এই প্রকল্পের উদ্দেশ্য হ’ল পরিষেবা আরও সহজলভ্য স্বাচ্ছন্দ্য এবং দ্রুত পরিষেবা সরবরাহ উন্নত করা। প্রকল্পটি করদাতাদের জন্য উন্নত ডিজিটাল অভিজ্ঞতার দেবে। সর্বোপরি ইকোসিস্টেমের কথা ভাবা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডলে লেখেন, এই প্রকল্পের ফলে আয়করদাতাদের আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।