রেশনে বাড়ল কেরোসিনের দাম!

Published on:

kerosene price

সহেলি মিত্র, কলকাতাঃ জুলাই মাসের শুরুতেই সাধারণ মানুষকে বিরাট ধাক্কা দিল কেন্দ্রীয় সরকার। দাম বাড়ল জ্বালানির। এবার রেশন দোকান থেকে কেরোসিন তেল নেওয়া আরও বেশ খানিকটা মহার্ঘ্য হবে। একদিকে গত ৩ মাসে যখন লিটারে সব মিলিয়ে ১০ টাকা দাম কমানো হয়েছিল, এখন জুলাই মাসে কেরোসিন তেলের দাম এক ধাক্কায় ৪ টাকা বাড়াল কেন্দ্র। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দাম বাড়ল কেরোসিন তেলের

একদিকে যখন মুদ্রাস্ফীতির মারে জেরবার দেশের আমজনতা, সেখানে কেরোসিন তেলের দাম বৃদ্ধি সকলের কাছে গোদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে। এই দাম বৃদ্ধির ফলে রেশন ডিলাররা সিঁদুরে মেঘ দেখছেন। অনেকের মতে, কেরোসিন তেলের এহেন দাম বৃদ্ধির ফলে অনেকেই আছেন যারা আর তেল কেনার আগ্রহ দেখাবেন না।

আরও পড়ুনঃ গরমের ছুটির পর ফের একটানা হলিডে? বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস

এই বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন কেরোসিন ডিলার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। তিনি জানান, দামবৃদ্ধির ফলে রেশনে কেরোসিন কেনার আগ্রহ কমবে। দাম কিছুদিন ধরে কমার ফলে কেরোসিনের বিক্রি কিছুটা বেড়েছিল। তবে এবার এই তেলের চাহিদা কমাতেই সরকার ইচ্ছাকৃতভাবে কেরোসিন তেল দাম বাড়িয়েছে। যাইহোক, এর আগে ৫৫ টাকা লিটারে কেরোসিন তেল মিলছিল। তবে এবার সেই দাম বেড়ে ৬০ টাকা করল কেন্দ্রের মোদী সরকার। এখন প্রশ্ন উঠছে, পেট্রোল ও ডিজেলেরও দাম বাড়াবে কেন্দ্র?

আজ পেট্রোল ও ডিজেলের রেট কত?

  • নয়াদিল্লি : পেট্রোল ৯৪.৭২ টাকা, ডিজেল ৮৭.৬২ টাকা।
  • মুম্বাই : পেট্রোল ১০৪.২১ টাকা, ডিজেল ৯২.১৫ টাকা।
  • কলকাতা : পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯২.০২ টাকা।
  • চেন্নাই : পেট্রোল ১০০.৭৫ টাকা, ডিজেল ৯২.৩৪ টাকা।
  • আহমেদাবাদ : পেট্রোল ৯৪.৪৯, ডিজেল ৯০.১৭।
  • বেঙ্গালুরু : পেট্রোল ১০২.৯২ টাকা, ডিজেল ৮৯.০২ টাকা।
  • হায়দ্রাবাদ : পেট্রোল ১০৭.৪৬ টাকা, ডিজেল ৯৫.৭০ টাকা।
  • লখনউ : পেট্রোল ৯৪.৬৯ টাকা, ডিজেল ৮৭.৮০ টাকা।
  • পুনে : পেট্রোল ১০৪.০৪ টাকা, ডিজেল ৯০.৫৭ টাকা।
  • চণ্ডীগড় : পেট্রোল ৯৪.৩০ টাকা, ডিজেল ৮২.৪৫ টাকা ।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥