লক্ষ লক্ষ কর্মীদের জন্য সুখবর, পেনশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের

Published on:

ups pension government employee

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের সরকারি কর্মীদের বড় চমক দিল কেন্দ্র সরকার। বর্তমান সময়ের সকলেই অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার কথা জানার পর খুশিতে ডগমগ হয়ে রয়েছেন। তবে এসবের মাঝে ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্র সরকার। এই বিষয়ে ইতিমধ্যে জারি করা হলো একটি বিজ্ঞপ্তি। আপনিও কি একজন সরকারি কর্মী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ইউপিএস স্কিম | UPS Scheme

WhatsApp Community Join Now

ইউপিএস স্কিম সরকারের একটি নতুন প্রকল্প। ২০২৪ সালের আগস্ট মাসে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। নতুন পেনশন প্রকল্পটি সেই কর্মচারীদের জন্য যারা ইতিমধ্যে এনপিএসে রয়েছেন। এটি ওল্ড পেনশন স্কিম (ওপিএস) এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) উভয়ের সুবিধার সংমিশ্রণ। এর ফলে কর্মীরা নিশ্চিত পেনশন পাবেন। সরকার জানিয়েছেন যে এটি কর্মচারীদের অবসরের পরে ভাল জীবনযাপন করতে সহায়তা করবে। ২৪ জানুয়ারী, ২০২৫ সালে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই প্রকল্পটি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।

অটলবিহারী বাজপেয়ী সরকার এনপিএস এনেছিল। ইউপিএস ২১ বছরের পুরানো এনপিএস সিস্টেমে পরিবর্তন চিহ্নিত করে। ইউপিএস ওল্ড পেনশন স্কিম (ওপিএস) এবং এনপিএসের সুবিধাগুলি একত্রিত করে ডিজাইন করা হয়েছে। এটি সরকারী কর্মচারীদের পেনশন হিসাবে শেষ বেতনের ৫০% প্রদান করে। মহার্ঘ ভাতা, পারিবারিক পেনশন এবং এককালীন টাকার মতো সুবিধাও পাবেন কর্মীরা। এনপিএসের আওতাভুক্ত কর্মচারীদের ইউপিএস বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ইউপিএসের আওতায় সুবিধার ব্যবস্থাও রয়েছে।

ওল্ড পেনশন স্কিমের মতোই NPS -ও

ইউপিএস ওল্ড পেনশন স্কিম (ওপিএস) এর মতোই। এই প্রকল্পের অধীনে, কর্মচারীর মৃত্যুর পরে, পেনশনের ৬০% পারিবারিক পেনশন আকারে তার পরিবারকে দেওয়া হবে। অবসরের সময় গ্র্যাচুইটির পাশাপাশি এককালীন পারিশ্রমিকও পাবেন কর্মীরা। যদি কোনও কর্মচারী কমপক্ষে ১০ বছর কেন্দ্রীয় সরকারের চাকরি করেন, তাহলে তিনি প্রতি মাসে ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পাবেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যে কর্মীরা ইউপিএস বেছে নেবেন তারা ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মীদের সঙ্গে অন্য কোনও নীতি ছাড়, নীতি পরিবর্তন, আর্থিক সুবিধা বা কোনও ধরণের সমতা দাবি করতে পারবেন না। ইউপিএস বেছে নেওয়া কর্মচারীদের অবসর ফান্ডের দুটি অংশ থাকবে – একটি পৃথক ফান্ড, যা কর্মচারীর সমান অবদান এবং সরকারের কাছ থেকে সমান অবদান রাখবে। দ্বিতীয়ত, পুল ফান্ড, যাতে সরকারের বাড়তি অবদান থাকবে।

আরও পড়ুনঃ DA দূর, শিক্ষকদের পদোন্নতি আটকে রেখেছে রাজ্য সরকার! বিকাশ ভবনে পড়ে হাজার হাজার ফাইল

বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?

বিজ্ঞপ্তিতেও তা স্পষ্ট করা হয়েছে যে ইউনিফায়েড পেনশন স্কিম এমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা ইতিমধ্যে এনপিএসের আওতাভুক্ত এবং যারা ইউপিএস বিকল্পটি ‘চয়ন’ করেন। ইউপিএস  বাস্তবায়নের কার্যকর তারিখে জাতীয় পেনশন সিস্টেম (এনপিএস) এর অধীনে বিদ্যমান কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পাশাপাশি ভবিষ্যতের কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা জাতীয় পেনশন সিস্টেমের অধীনে ইউপিএস বিকল্পটি নিতে বা ইউপিএস বিকল্প ছাড়াই এনপিএস চালিয়ে যেতে বেছে নিতে পারেন।

আরও পড়ুনঃ জানুয়ারির চতুর্থ সপ্তাহেই এই রাশিদের লটারি কাটলেই বিপুল লক্ষ্মীলাভ

এরইসঙ্গে যে কোনও কর্মচারী এনপিএসের অধীনে ইউপিএস বিকল্পটি ব্যবহার করেন তিনি অবসর গ্রহণের পরে সহ অন্য কোনও নীতিগত ছাড়, নীতি পরিবর্তন, আর্থিক সুবিধা, পরে অবসর গ্রহণকারীদের সাথে কোনও সমতা ইত্যাদির অধিকারী হবেন না এবং দাবি করতে পারবেন না।

সঙ্গে থাকুন ➥
X