রেশন কার্ডে এবার এক্সট্রা লাভ! বিনামূল্যে অতিরিক্ত গম দিতে চলেছে সরকার, কবে থেকে?

Published on:

free ration

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন রেশন প্রাপক? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন উপকৃত হবেন সকলে। আসলে কেন্দ্রীয় সরকার এবার অতিরিক্ত রেশন দেবে, তাও আবার একদম বিনামূল্যে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে রাজ্যগুলিকে অতিরিক্ত গম বরাদ্দ করতে পারে। যদিও গণবণ্টন ব্যবস্থার জন্য গমের অতিরিক্ত বরাদ্দের পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

অতিরিক্ত রেশন একদম বিনামূল্যে দেবে সরকার?

এক রিপোর্ট অনুযায়ী, বাম্পার ফসল হওয়ার কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫-২৬ বিপণন মৌসুমে (এপ্রিল-জুন) সোমবার পর্যন্ত সরকারি সংস্থাগুলোর গম সংগ্রহ ২ কোটি ৪০ লাখ টন ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। এর ফলে এবার সকলের অতিরিক্ত এবং বিনামূল্যে খাদ্যসামগ্রী দিতে পারে সরকার।

তবে এই পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। বিগত তিন বছর ধরে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে কেন্দ্র। তবে আর চিন্তা নেই, টানা ৩ বছর ব্যর্থ হওয়ার পর এবারই প্রথম গম ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণে আত্মবিশ্বাসী সংস্থাগুলো। মনে করা হচ্ছে, শীঘ্রই সরকারের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। এর ফলে সরকার যেভাবে লাভবান হয়েছে ঠিক সেভাবেই আগামী দিনে সুখের মুখ দেখবেন অভাবী মানুষ।

গম নিয়ে বড় সিদ্ধান্ত

২০২৪ সালের অক্টোবর থেকে সরকার অতিরিক্ত ৩.৫ মেট্রিক টন শস্য বরাদ্দ করে বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত গমের আংশিক পুনরুদ্ধারের অনুমতি দিয়েছে। এটি মোট বার্ষিক বরাদ্দকে ২২ মেট্রিক টনের কাছাকাছি পৌঁছে দিয়েছে। এই বরাদ্দ, যা ২০২৫ সালের মার্চ পর্যন্ত বৈধ ছিল, ২০২২ সালের মে মাসের আগে পিডিএসের আওতায় রাজ্যগুলিকে দেওয়া সাধারণ পরিমাণে গমের তুলনায় ১-২ মেট্রিক টন কম ছিল। তবে আর চিন্তা নেই, এবারে ফসল প্রয়োজনের তুলনায় যেহেতু অনেকটা হয়েছে, সেজন্য রাজ্যগুলিকে এগুলো বিনামুল্যে দিতে পারে কেন্দ্র। তবে ঠিক কবে থেকে এই গম দেওয়া হবে, তা জানা যায়নি। শোনা যাচ্ছে যে, শীঘ্রই সরকার এই নিয়ে ঘোষণা করতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ বহু প্রতীক্ষিত রুট দিয়ে হাওড়া টু মালদা অবধি ছুটতে পারে বন্দে ভারত, জানুন ভাড়া ও সময়

বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু এই ১০টি রাজ্য ৮১ কোটি ৩০ লক্ষ দরিদ্রতম মানুষের, যাঁরা মাসে মাথাপিছু ৫ কেজি চাল বা গম পান, তাঁদের ৬৭ শতাংশ বা ৫৫১ মিলিয়ন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥