ট্রেন পরিষেবা অতীত! এবার পুকুর খনন করবে রেল, কারণ কী?

Published on:

indian railways

শ্বেতা মিত্র, কলকাতা: এখন নতুন বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস। আর এই নতুন বছরেই রেলের (Indian Railways) কাঁধে বাড়তি এক দায়িত্ব এসে পড়ল। নিত্য নতুন ট্রেন চালানো থেকে শুরু করে বৃহৎ রেল নেটওয়ার্ক নজরে রাখার পাশাপাশি এবার রেলকে আরও বড় কিছু কাজ করতে হবে। যেটা হবে পরিবেশ এবং সাধারণ মানুষের জন্য। মূলত দেশের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবেলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের মিশন অমৃত সরোবরের অংশ হিসেবে ভারতীয় রেলপথ পুকুর খনন করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার পুকুর খনন করবে রেল?

জানা গিয়েছে, দেশের প্রতিটি জেলায় ৭৫টি পুকুর নির্মাণ বা পুনরুজ্জীবিত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ২০২২ সালের এপ্রিল মাসে অমৃত সরোবর চালু করা হয়েছিল। প্রকল্পটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত, ৬৮,০০০ এরও বেশি পুকুর সম্পন্ন হয়েছে, যা বিভিন্ন অঞ্চলে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জলের প্রাপ্যতা পুনরুজ্জীবিত করেছে।

মিশনের দ্বিতীয় ধাপটি জলের প্রাপ্যতা নিশ্চিত করার উপর নতুন করে জোর দিয়ে শুরু করা হবে, যার মূলে জনসাধারণের অংশগ্রহণ। এর লক্ষ্য জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য স্থায়ী সুবিধা প্রদান করা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পরিবেশের উন্নতি হবে?

এই উদ্যোগের অংশ হিসেবে, সরকার রেলওয়েকে পলি অপসারণ, চিহ্নিত জলাশয় খনন বা রেললাইনের আশেপাশে উপযুক্ত স্থানে নতুন জলাশয় নির্মাণের জন্য সহায়তা করেছে। রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে তারা যেন সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে রেলওয়ের কর্মক্ষেত্রের কাছাকাছি নতুন জলাশয় তৈরির জন্য সম্ভাব্য স্থান চিহ্নিত করার জন্য অনুরোধ করে।

আরও পড়ুনঃ রাফালের গতি ও R-37M এর আক্রমণ, ভারতে ঘাতক অস্ত্র তৈরির প্রস্তাব দিল বন্ধু রাশিয়া

খননের যোগ্য উপাদান রেলওয়ে বাঁধে ব্যবহার করা হবে, যেখানেই রেল নির্মাণের জন্য উপযুক্ত মাটির গুণমান পাওয়া যাবে। রেলপথ গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সাথে নিবিড় সমন্বয়ে কাজ করবে। সূত্রের খবর, মিশন অমৃত সরোবরে রেলওয়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ আগস্ট, ২০২৫ সালের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুকুর পুনরুজ্জীবিত বা নির্মাণ করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group