অশ্লীলতায় ভরা কন্টেন্ট! দেশজুড়ে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র

Published on:

ott platform

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমান যুগে ইন্টারনেটের এত সুযোগ সুবিধা থাকার কারণে দুনিয়া যেন এখন একদম হাতের মুঠোয়। আর সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের ব্যাপক চাহিদা বেড়ে যাওয়ায় দর্শকরা এখন হলমুখী খুব কম হচ্ছে। বেশি নজর দিচ্ছে OTT প্ল্যাটফর্মগুলির ওপর। কারণ বাড়ি বসে খুব সহজেই স্মার্টফোনে অথবা ল্যাপটপে ই দেখা যায় একাধিক সিনেমা, ওয়েব-সিরিজ এবং সিরিয়াল। সোশ্যাল মিডিয়াতেও এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রচার বেশ ফলাও করে হচ্ছে। যে কারণে হাতে ফোন এলেই সোশ্যাল মিডিয়ার পর থেকে সবথেকে বেশি চোখ যায় ওটিটি প্ল্যাটফর্মে।

ব্লক করা হয়েছে ১৮ টি OTT প্ল্যাটফর্ম

WhatsApp Community Join Now

তবে বেশ কিছু সংস্থা সুস্থ বিনোদনের আড়ালে কিছু আপত্তিকর বিষয়বস্তু প্রচার শুরু করেছে। যার ফলে এবার কেন্দ্রীয় সরকার দেশজুড়ে ১৮ টি OTT প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই ১৮ টি OTT প্ল্যাটফর্ম হল ড্রিমস ফিল্মস, ভুভি, ইয়েসমা, আনকাট আড্ডা, ট্রি ফ্লিক্স, এক্স প্রাইম, নিওন এক্স, ভিআইপি, বেশরম, হান্টার্স, ব়্যাবিট, এক্সট্রামুড, নুফ্লিক্স, মুডএক্স, মজফ্লিক্স, হট শটস ভিআইপি, ফুগি, চিকোফ্লিক্স, প্রাইম প্লে। এবার সেই বিষয়ে গতকাল অর্থাৎ বুধবার, লোকসভায় বিস্তারিত বক্তব্য পেশ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান।

এদিন শিবসেনা-ইউবিটি সদস্য অনিল দেশাই অশ্লীল কন্টেন্ট বিষয়ক প্রশ করলে তাঁর উত্তরে এল মুরুগান বিস্তারিত ভাবে জানান যে ২০২১ সালে আইন করে দেশে পর্নোগ্রাফির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এমনকি সমাজে অশ্লীল বা পর্নোগ্রাফি মূলক বিষয়বস্তু প্রদর্শন বা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্দিষ্ট কতগুলি বিধি-নিষেধও আরোপ করা হয়েছিল বলে তিনি এদিন লোকসভায় জানান। পাশাপাশি এল মুরুগান ডিজিটাল সংবাদ মাধ্যম প্রসঙ্গেও বেশ কিছু তথ্য তুলে ধরেন।

ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়েও উঠে এসেছে নানা তথ্য

তিনি ডিজিটাল সংবাদ মাধ্যম সম্পর্কে জানান যে, ডিজিটাল সংবাদ প্রকাশকদের জন্য নৈতিকতা কোড অনুসারে এই জাতীয় প্রকাশকদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ‘সাংবাদিকতার আচরণের নিয়ম’ মেনে চলতে হবে। কেবল নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট, ১৯৯৫ এর অধীনে প্রোগ্রাম কোড থাকতে হবে সংবাদ মাধ্যমগুলোর। এবং এল মুরুগান জানান ইউটিউব নিউজ চ্যানেল ‘বোলতা হিন্দুস্তান’ এবং ‘ন্যাশনাল দস্তক’ -সহ ডিজিটাল মিডিয়ায় সংবাদ এবং বর্তমান বিষয়গুলির প্রকাশকরা আইটি রুলস, ২০২১-এর বিধানের আওতাভুক্ত।

সঙ্গে থাকুন ➥
X