সম্মতি থাকলেও ১৮ বছরের আগে যৌন সম্পর্ক সম্ভব নয়! সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Published on:

Centre refuses to lower age of consent to sexual intercourse from 18 years Supreme Court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ন্যূনতম 18 বছর বয়স না হলে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না! দুপক্ষের সম্মতি থাকলেও যৌন সম্পর্ক স্থাপনের জন্য ন্যূনতম 18 বছর হতেই হবে। সাম্প্রতিক একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যৌন সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম বয়স 18 বছর

সম্প্রতি সম্মতির ক্ষেত্রে যৌন সম্পর্কের বয়স 18 বছর থেকে কমিয়ে আনার আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতে সরাসরি আপত্তি জানিয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন, ভারতীয় পকসো আইনে নাবালক ও নাবালিকার বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে অনেক ভেবেচিন্তে যৌন সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম বয়স 18 বছর করার নিয়ম আনা হয়েছে।

মূলত ছোট ছেলে মেয়েরা যাতে যৌন অপরাধ না করে বসেন সে জন্যই তাদের নিরাপত্তার স্বার্থে এই আইন এনেছে সরকার। তবে সরকার যে আইন চালু করেছে তা কমিয়ে আনা মানে বিগত কয়েক দশক ধরে চলা আইনি অগ্রগতিকে পিছিয়ে দেওয়া। যৌন সম্পর্কের বয়স নিয়ে বিগত বছরগুলির তথ্য ব্যাখ্যা করতে গিয়ে শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, প্রথমে অর্থাৎ 1860 সালে সম্মতির ক্ষেত্রে যৌন সম্পর্কের বয়স ছিল মাত্র 10 বছর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে পরবর্তীতে অনেক ভেবে চিন্তে 1891 সালে সেই বয়স বাড়িয়ে 12 করা হয়েছিল। এরপর 1940 সাল নাগাদ সম্মতিতে যৌন সম্পর্কের ন্যূনতম বয়স নির্ধারিত হয় 16 বছর। এবং সবশেষে 1987 সালে পুরনো নিয়ম ভেঙে যৌন সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম বয়স হিসেবে 18 বছরকে স্বীকৃতি দেওয়া হয়। এবার আর নতুন করে এই বয়সের ক্ষেত্রে নিয়ম বদল সম্ভব নয়।

 

অবশ্যই পড়ুন: ড্রোন থেকেই ছোঁড়া হল মিসাইল! ULPGM-V3 ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল DRDO

বিশেষ ক্ষেত্রে পাওয়া যেতে পারে ছাড়!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্মতিতে যৌন সম্পর্কের ন্যূনতম বয়স 18 বছরের নিয়মে বদল আনতে নারাজ কেন্দ্র। তবে এই নিয়ম নিয়ে কড়াকড়ির মাঝেও বিশেষ কয়েকটি ক্ষেত্রে বিচার বিবেচনার পর ছাড় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সমবয়সী কিশোর-কিশোরী যদি প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকেন এবং তারা সম্মতিতে যৌন সম্পর্কে যান সেক্ষেত্রে বিষয়টি অন্য নিয়মে ধরা হতে পারে। তবে শেষবারের মতো সম্মতিতে যৌন সম্পর্কের ন্যূনতম বয়স 18 বছরের যে নিয়ম চালু করা হয়েছে, সেই বয়স আর নতুন করে কমাতে রাজি নয় কেন্দ্রীয় সরকার!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group