দীপাবলিতে ৫১ জন কর্মীকে বিলাসবহুল গাড়ি উপহার চণ্ডীগড়ের ওষুধ সংস্থার

Published:

Chandigarh MITS company Gives luxury car As Diwali gift to 51 employees
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীপাবলিতে কর্মীদের গাড়ি উপহার দিল এক সংস্থা। জেনে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে চণ্ডীগড়ে (Luxury Car As Diwali Gift)। জানা যাচ্ছে, চণ্ডীগড়ের ফার্মাসিউটিক্যাল কোম্পানি MITS তাদের 51 জন কর্মচারীকে বিলাসবহুল গাড়ি উপহার হিসেবে দিয়েছে। তবে এটাই প্রথম নয়, জানা গিয়েছে, সংস্থাটির কর্ণধার এমকে ভাটিয়া এই নিয়ে তৃতীয়বারের মতো তাঁর সংস্থার উচ্চ পদস্থ কর্মীদের গাড়ি উপহার দিয়েছেন। যদিও এই গাড়িগুলি দেওয়া হয়েছে শুধুমাত্র রেন্ট হিসেবে। অর্থাৎ সংস্থা থেকে কাজ ছেড়ে দিলে গাড়িগুলি ওই কোম্পানিকে জমা দিয়ে যেতে হবে কর্মীদের।

দীপাবলিতে গাড়ি উপহার পেয়ে খুশি কর্মীরা

দীপাবলীর উপহার হিসেবে কোম্পানির তরফে একেবারে বিলাসবহুল গাড়ি পেয়ে আনন্দিত MITS সংস্থাটির 51 জন কর্মী। খোঁজ নিয়ে জানা গেল, তৃতীয় বছরের মতো সংস্থার সর্বোচ্চ পদে চাকুরীরত কর্মীদের SUV গাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংস্থাটির মালিক এম কে ভাটিয়া জানিয়েছেন, ‘গতবছর দীপাবলীর সময়ও সংস্থার বহু কর্মীকে গাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছিল।’

প্রতিবছর ঠিক কোন কারণে দীপাবলীর উপহার হিসেবে কর্মীদের গাড়ি গিফট করেন ভাটিয়া? এমন প্রশ্নের উত্তরে MITS সংস্থার কর্ণধার বলেছেন, ‘আমার সহযোগীরা আমার ওষুধ কোম্পানিগুলির মেরুদণ্ড। তাদের কঠোর পরিশ্রম, সততা এবং নিষ্ঠা আজ আমার সাফল্যের কারণ। তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করার জন্যই প্রতিবছর আমি তাদের নতুন নতুন গাড়ি উপহার হিসেবে দিই। এতে কাজের প্রতি ওরা আরও মনোযোগী হবে।’

ভাটিয়া আরও বলেন, ‘যখন আপনার কর্মীরা খুশি থাকবে, কোম্পানির আর্থিক বৃদ্ধি এমনিতেই হবে।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে, সংস্থার কমপক্ষে 51 জন কর্মীর হাতে নতুন গাড়ির চাবি তুলে দিতে দেখা গিয়েছে মালিক ভাটিয়াকে। যেই দৃশ্য চাক্ষুষ করার পর ওই সংস্থায় কাজের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন বহু নেট নাগরিক!’

 

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের কাছে হার, তাও এই অঙ্কে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা হবে ভারতের

উল্লেখ্য, দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী, কেরিয়ারের শুরুর দিকে একটি মেডিকেল স্টোর চালাতেন এমকে ভাটিয়া। তবে 2002 সালে ওষুধের ব্যবসায় তিনি দেউলিয়া হয়ে যান। কিন্তু হাল ছাড়েননি তিনি। দীর্ঘ পরিশ্রমের পর 2015 সালে পৌঁছে ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ে সাফল্য অর্জন করেন ভাটিয়া। বর্তমানে তিনি মোট 12টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join