প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: প্রতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা (Passport Index) জনসমক্ষে উঠে আসে। আর এই তালিকা প্রকাশের দায়িত্বে থাকে হেনলি অ্যান্ড পার্টনার্স । তারাই বছরের শুরুতে এই তালিকা তুলে ধরে। তালিকার এই সূচকের ওপর অর্থাৎ পাসপোর্টের র্যাঙ্ক এর ওপর নির্ভর করে সেই দেশের পাসপোর্টের ধারক কতগুলি দেশে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
প্রথম স্থান কে দখল করল?
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, চলতি বছর ফের ছোট্ট নগর-রাষ্ট্র সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে উঠে এসেছে। অর্থাৎ সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী। জানা গিয়েছে সিঙ্গাপুরের নাগরিকেরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৫টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন। যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। জাপানের নাগরিকরা ১৯৩টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।
এছাড়াও তালিকায় তৃতীয় স্থানে রয়েছে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া। এই সকল দেশের নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। অন্যদিকে তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা। এরা ১৯১টি দেশে প্রবেশ করতে পারবেন নিনা ভিসাতেই। পঞ্চম স্থানে থাকা বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। এবং ষষ্ঠ স্থানে অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া ১৮৯টি দেশে বিনা ভিসাতেই ভ্রমণ করতে পারবে। , সপ্তম অবস্থানে রয়েছে কানাডা, পোল্যান্ড ও মাল্টা, এরা ১৮৮টি দেশে ঘুরতে পারবে বিনা ভিসাতেই।
ভারতের স্থান কত নম্বরে?
অষ্টম অবস্থানে রয়েছে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র। এই দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে বিনা ভিসাতেই ঘুরতে পারবেন। নবম অবস্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮৬টি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে। আর এই তালিকায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভারতের স্থান কত নম্বরে। তালিকার রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ভারতের পাসপোর্ট বিশ্বের ৮৫ তম স্থানে রয়েছে। যার ফলে ভারতীয় পাসপোর্টে বিশ্বের ৫৭ টি দেশে ভিসা ফ্রি ভ্রমণ করা যায়। তবে ভারতের পাসপোর্টের র্যাঙ্কিং গত বছরের তুলনায় ৫ পয়েন্ট কমেছে।
অন্যদিকে সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশগুলোর তালিকায় নাম উঠেছে পাকিস্তানের। তালিকা অনুযায়ী পাকিস্তানের কপালে জুটেছে ১০৩ নম্বর। পাকিস্তানি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া মাত্র ৩৩টি দেশে যেতে পারেন। এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১০০ নম্বরে। তবে শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, দুর্বল পাসপোর্টের তালিকায় রয়েছে ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |