প্রীতি পোদ্দার, কলকাতা: রেল পরিষেবার সুবিধা দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অকথ্য পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। নিত্যনতুন পরিষেবা সহ একাধিক সুবিধা প্রদানে রেলের জুরিমেলা ভার, কোনরকম কুন্ঠা বোধ করেন না তাঁরা। আর তাইতো রেই রেল পরিষেবায় খানিক চমক আনতে গত মাসে সমুদ্রের বুকে উপর দিয়ে রেলসেতু নির্মাণ করেছে কেন্দ্র। আর তার উপর দিয়েই ছুটছে ট্রেন। এই আবহে এবার সেতুপথে চলাচলকারী ট্রেনের গতি বাড়াতে চলেছে।
১৯১৪ সালে ব্রিটিশ সরকার পুরনো পাম্বান সেতু (Pamban Bridge) তৈরি করে। কিন্তু সামুদ্রিক বিপর্যয়, জোলো হাওয়ায় ওই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে ২০২২ সাল থেকে সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে ভারতের মূল ভূখণ্ড থেকে ভারত মহাসাগরের উপরে রামেশ্বরম দ্বীপে যেতে নব কলেবরে তৈরি রেল সেতুটির ভূমিকা অত্যন্ত অপরিসীম। তাই নতুন করে সেই পরিষেবা চালু করতে চলতি বছর গতমাসে পাম্বান এবং রামেশ্বরমের মধ্যে নতুন রেলসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এই আবহে ৫৩১ কোটি টাকা ব্যয়ে নির্মীত এই নতুন সেতুতে চলা ট্রেনের গতি বাড়তে চলেছে রেল।
অনেকটাই বাড়ল ট্রেনের গতি
পুরোনো পরিষেবা যখন আর নেই তখন নয়া রেলসেতুতে আর পুরোনো গতি রাখতে চাইছে না কেন্দ্র। তাই দক্ষিণ রেলওয়ের তরফে এবার ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আগে এই পুরোনো রেলপথে ট্রেনগুলি প্রতি ঘন্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে চলার অনুমতি পেট, কিন্তু এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করায় সেই গতিতে আমূল পরিবর্তন আনল ভারতীয় রেল। তবে শুধু ট্রেনের গতি নয় এর সঙ্গে পরিবর্তন হয়েছে ট্রেনের সময়সূচি। অর্থাৎ এখন থেকে আর পুরোনো সময় ট্রেন চলবে না।
ট্রেনের সময়সূচি পরিবর্তন
রেল সূত্রে জানা গিয়েছে, নতুন সেতুতে দ্রুতগতিতে ট্রেন চলাচলের কারণে, রামেশ্বরমের উপর দিয়ে যাওয়া ট্রেনগুলির সময়সীমা পরিবর্তন করা হয়েছে। গত ১৪ মে, বুধবার থেকে এক পরিষেবা চালু করা হয়েছে। ত্রিচি, তিরুপতি, চেন্নাই, কোয়েম্বাটুর, কন্যাকুমারী এবং মাদুরাইয়ের ট্রেনগুলি ১৪ মে থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলছে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, গত বুধবার থেকে চেন্নাই এক্সপ্রেস (১৬৭৫২) বিকেল সাড়ে ৫টার পরিবর্তে বিকেল ৫ টা ৫০ মিনিটে চলছে। কোয়েম্বাটুর এক্সপ্রেস (১৬৬১৭) সন্ধ্যা সাড়ে ৭ টার পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে এবং চেন্নাই এক্সপ্রেস (২২৬৬২) রাত ৮টা ৩৫-এর পরিবর্তে রাত ৮টা ৫০ মিনিট থেকে চলছে।
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিল করলে মিলবে পুরো টাকা রিফান্ড! বড় সিদ্ধান্ত IRCTC-র
এছাড়াও নতুন সময়সূচির তালিকা অনুযায়ী জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ১৫ মে থেকে তিরুপতি এক্সপ্রেস (১৬৭৮০) বিকেল ৪টে ২০-র পরিবর্তে বিকেল সাড়ে ৪ টেয় ছাড়া শুরু করেছে। এছাড়াও মাদুরাই প্যাসেঞ্জার ট্রেনটিও সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়া শুরু করেছে। দুপুর ২টো ৫০-এর পরিবর্তে এখন থেকে বিকেল ৩ টেয় রামেশ্বরম ছাড়বে ত্রিচি এক্সপ্রেস। পাশাপাশি কন্যাকুমারী এক্সপ্রেস (২২৬২১) রামেশ্বরম থেকে রাত ১০টার পরিবর্তে রাত ৯টা ১৫ টায় ছাড়বে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |