লাইফ সার্টিফিকেট না দিলে বন্ধ হয়ে যাবে পেনশন, জেনে নিন জমা দেওয়ার শেষ তারিখ

Published on:

life certificate

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরি পরবর্তী জীবনে অর্থাৎ অবসর জীবনে আয়ের একমাত্র উৎস হল পেনশন (Pension)। সাধারণত ৫৮ থেকে ৬০ বছর বয়স থেকেই সরকারি-বেসরকারি কর্মীরা অবসর গ্রহণের পর থেকেই পেনশন পেয়ে থাকেন। তবে তার জন্য প্রবীণ নাগরিকদের বাধ্যতামূূলকভাবে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র দিতে হয়। কারণ তিনি যে বেঁচে রয়েছেন তা প্রমাণের জন্যই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার দরকার পড়ে। ঠিক লোকের হাতেই পেনশনের টাকা পৌঁছচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই প্রক্রিয়া। আর এবার সু সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন্দ্রের তরফে কী জানানো হয়েছে?

কেন্দ্রীয় সরকারের তরফে পেনশন এবং লাইফ সার্টিফিকেট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে, পেনশন প্রাপকরা অর্থাৎ যাদের বয়স ৮০ বছরের কম তাঁরা লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে পারবে ১ নভেম্বর থেকে। তবে ৮০ বছরের বেশি বয়সী যে সকল পেনশন প্রাপকরা রয়েছেন, তাঁরা ১ অক্টোবর থেকেই লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আসলে বেশি বয়সীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জমা দেওয়ার এই প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। ডিজিটাল ও অফলাইন- দুই মাধ্যমেই এই সার্টিফিকেট জমা দেওয়া যাবে।

জমা না দিলে কী হবে?

এবং জানানো হয়েছে যে এই সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে পেনশন প্রাপকদের পেনশন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বর মাসের জন্য যে পেনশন প্রাপকদের পাওয়ার কথা ছিল তা তাঁরা পাবেন না। তবে দেরিতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর যদি পূর্ববর্তী কোনও মাসের পেনশন বাকি থাকে তাহলে তা পেয়ে যাবেন। কিন্তু তিন বছর বা তার বেশি সময় লাইফ সার্টিফিকেট না জমা দিলে পেনশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে?

  1. যে সকল প্রাপকদের হাঁটুর সমস্যা রয়েছে অথবা যাঁদের হাঁটা চলা করার ক্ষেত্রে সমস্যা রয়েছে তাঁদের সুবিধার জন্য ব্যাঙ্কের লোক ডোরস্টেপ ব্যাঙ্কিং এজেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিজে এসে প্রাপকদের বাড়ি থেকে ডকুমেন্ট সংগ্রহ করবে।
  2. এছাড়াও একাধিক পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়েও বায়োমেট্রিক ডিভাইস এর মাধ্যমেও লাইফ সার্টিফিকেট সাবমিট এবং আপডেট করতে পারবেন।
  3. তবে এসবের ঝঞ্ঝাট থেকে রেহাই পেতে বাড়িতে বসেই নির্দিষ্ট লাইফ সার্টিফিকেট পোর্টালের মাধ্যমে অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group