প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে জানুয়ারির ৩১ এর গণ্ডি কাটিয়ে ফেব্রুয়ারিতে প্রবেশ হল। ইংরেজি ক্যালেন্ডারের দিকে চোখ রাখলে দেখা যাবে চলতি বছর লিপইয়ার না হওয়ায় এই মাস ২৮ দিনের। আর নতুন মাস পড়তে না পড়তেই ঘুড়তে যাওয়ার জন্য ছুটির তালিকায় নজর রাখছে সকলে। দেখা গিয়েছে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়াও বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যা নিয়ে বেশ খুশি ব্যাঙ্ক কর্মীরা।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় অনেকগুলি ছুটি জাতীয় স্তরের। তাই সেক্ষেত্রে গোটা ভারতজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। তবে কিছু ছুটি স্থানীয় বা আঞ্চলিক স্তরের। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কোথায় কবে ছুটি থাকবে ব্যাঙ্ক।
ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা
- ৩ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার সরস্বতী পুজো উপলক্ষে শুধুমাত্র আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক স্বাভাবিক ছন্দেই খোলা থাকবে। একইভাবে দেশের অন্যান্য প্রান্তেও খোলা থাকবে ব্যাঙ্ক।
- ১১ ফেব্রুয়ারি ২০২৫ , মঙ্গলবার থাই পৌষের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি সব জায়গায় খোলা থাকবে ব্যাঙ্ক।
- ১২ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার লুই-এনগাই-নি উপলক্ষে মণিপুরে (ইম্ফল) ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
- ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী উপলক্ষে বেলাপুর, নাগপুর এবং মুম্বইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার রাজ্য দিবস উপলক্ষে আইজল এবং ইটানগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই পাঁচদিনই ব্যাঙ্ক খোলা থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে।
- ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক খোলা থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ, আগরতলা, এবং গুয়াহাটিতেও।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ শুক্রবার গ্যাংটক অঞ্চলে লোসার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, আগরতলা ও ভারতের অন্যান্য প্রান্তে স্বাভাবিক ছন্দেই ব্যাঙ্ক চলবে।
চালু থাকবে ATM পরিষেবা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সরস্বতী পুজোর জন্য ৩ ফেব্রুয়ারি বা মহাশিবরাত্রির কারণে ২৬ ফেব্রুয়ারি ব্যাঙ্ক থাকবে না কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। ফেব্রুয়ারিতে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে শুধুমাত্র ২ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১৬ তারিখ, ২২ তারিখ এবং ২৩ তারিখ। তবে যে সকল অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেখানে অনলাইনে ব্যাংকিং পরিষেবা পাওয়া যাবে। থাকবে ATM পরিষেবাও।