বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রায়শই নানান অনৈতিক কাজ কর্মের জন্য সংবাদ শিরোনামে উঠে আসে উত্তরপ্রদেশ। এবারও সেই নিয়মের অন্যথা হল না। বিরাট অঙ্কের প্রলোভন দেখিয়ে জোরজবস্তি মহিলাদের ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের ইসলাম ধর্মালম্বী জামালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবার বিরুদ্ধে।
জানা যায়, ওই ব্যক্তি এবং তাঁর দলবল বিশেষত হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিত করার মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। মূলত সেই অভিযোগেই এবার, ওই ছাঙ্গুর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই প্রতারণা চক্রের সাথে আর কারা কারা জড়িয়ে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
কে এই ছাঙ্গুর বাবা?
উত্তরপ্রদেশের মাধপুর গ্রামের বাসিন্দা জামালউদ্দিন নাকি একজন পীর বাবা! খোঁজ নিয়ে জানা গেল, ছাঙ্গুর বাবা হিসেবে পরিচিত ওই ব্যক্তি একটা সময়ে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন আংটি ও তাবিজ বিক্রি করতেন। তবে স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন যেতে না যেতেই কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেন ছাঙ্গুর বাবা। জানা গিয়েছে, তিনি নাকি বহুবার নিজেকে সুফি সাধক অর্থাৎ পীর বাবা হিসেবে দাবি করেছেন।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এই ব্যক্তি প্রথমে দরিদ্র মানুষদের নিজের টার্গেট বানাত, এরপর তাঁদের আর্থিক সাহায্য ও চিকিৎসার প্রলোভন দেখিয়ে নিজের ফাঁদে ফেলত। এভাবেই নাকি নিজের কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন তিনি। জানা যায়, অল্প সময়ের মধ্যে এই ছাঙ্গুর বাবা প্রায় 50টি ইসলামিক দেশে ভ্রমণ করে ফেলেছেন। তাছাড়াও বিদেশেও নাকি তাঁর বড় নেটওয়ার্ক রয়েছে।
গুণধর পীর বাবার অবৈধ কাজকর্ম
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের এই পীর বাবা মূলত হিন্দু মহিলাদের টার্গেট করতেন। সাধারণত গ্রামের নিম্নবিত্ত অর্থাৎ দরিদ্র বাড়ির মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে জোরজবস্তি চাপ দিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে জামালউদ্দিন নামক ওই পীর বাবার বিরুদ্ধে। পুলিশের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি নাকি ব্রাহ্মণ, শিখ এবং ক্ষত্রিয় মহিলাদের জন্য 15 থেকে 16 লক্ষ টাকা এবং অন্যান্য বর্ণের মহিলাদের জন্য 8 থেকে 12 লক্ষ টাকা নির্ধারণ করেছিলেন।
সূত্রের খবর, এভাবে বহু মহিলাকে অর্থের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা তো করেছেনই, সেই সাথে ধর্মান্তরিত করিয়েছেন একাধিক দরিদ্র মহিলাকে। সূত্র বলছে, ছাঙ্গুর বাবার সাথে এই প্রতারণা চক্রে যুক্ত ছিলেন তার দুই ঘনিষ্ঠ নবীন এবং নিতু।। বর্তমানে দুজনকেই হেফাজতে রেখেছে উত্তরপ্রদেশ পুলিশ।
চাঙ্গুর বাবার অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেয় পুলিশ
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, প্রতারণার অর্থ দিয়ে অবৈধভাবে উত্তরপ্রদেশের বেশ কিছু সরকারি জমিতে অবৈধ নির্মাণ গড়ে তুলেছিলেন ছাঙ্গুর বাবা হিসেবে পরিচিত জামালউদ্দিন। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে, ওই পীর বাবা সহ তাঁর সঙ্গীদের গ্রেপ্তার করার পাশাপাশি সরকারি জমিতে তৈরি অবৈধ নির্মাণগুলিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, পীর বাবার একটি প্রাসাদ যেখানে বসে তিনি এই ধরনের কুকীর্তি চালাতেন, সেটিকেও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
অবশ্যই পড়ুন: ভারতীয় দলের দায়িত্বে মোহনবাগানের প্রাক্তন কোচ? নিজেকে যোগ্য বলে দাবি হাবাসের
উল্লেখ্য, ঘটনার তদন্ত নেমে পীর বাবা সহ তাঁর সঙ্গীদের আটক করার পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি, মোবাইল নম্বর, বেশ কিছু ভিডিও ফুটেজ সহ বিদেশে জমে থাকা অর্থের হিসেব উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে যা খবর, ইতিমধ্যেই জামালউদ্দিন নামক ওই ব্যক্তির ব্যাঙ্কে 100 কোটি টাকারও বেশি বিদেশি অর্থের হদিশ মিলেছে।। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ছাঙ্গুর বাবার মতো আর কোনও গ্যাং উত্তরপ্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |