বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে বাড়তে থাকা সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে ভারতের (India)। এহেন আবহে পশ্চিম দিকের দেশের সাথে বিচ্ছেদের মাঝেই চিনের সাথে নতুন সম্পর্কের দিগন্ত খুলল নয়া দিল্লি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই পুণ্যার্থীদের জন্য তিব্বতের দ্বার খুলতে চলেছে। সূত্রের যা খবর, দীর্ঘ 5 বছরের জট কাটিয়ে অবশেষ পুণ্যার্থীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
কবে থেকে শুরু কৈলাস-মানস সরোবর যাত্রা?
একাধিক সূত্র মারফত যা খবর, আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে কৈলাস-মানস সরোবর যাত্রা। আর সেই সূত্রেই রেজিস্ট্রেশনের পর একেবারে যান্ত্রিক মাধ্যমে 50 কোন করে পূর্ণ্যার্থী নিয়ে মোট 15টি ব্যাচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, প্রথম 5টি ব্যাচ লিপুলেখ পাস হয়ে মানস সরোবর পৌঁছবে। বাকি 10টি ব্যাচের নাথুলা পাস হয়ে পৌঁছনোর কথা।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, 2015 সাল থেকে যান্ত্রিক পদ্ধতির দৌলতে এমন নিয়ম মেনেই একাধিক ব্যাচ ভাগ করার কাজ চলছে। মাঝে এই কাজে ব্যাঘাত আসে। সেবার করোনা মহামারীর কারণে সম্পূর্ণরূপে এই যাত্রা বন্ধ ছিল। এবার সেই বন্ধ দশা কাটিয়ে ফের 5 বছর পর শুরু হচ্ছে কৈলাস মানস সরোবরের পুণ্য যাত্রা।
কীভাবে চিনের সাথে জটিলতা কাটলো ভারতের?
গত জানুয়ারিতে চিন সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আর সেখানেই বেজিং সফর চলাকালীন চিনের প্রশাসনিক কর্তাদের সাথে একাধিক বৈঠক সারেন বিক্রম। কথা হয় কৈলাস মানস সরোবর যাত্রা নিয়েও। আর এরপরই দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা পুণ্য যাত্রা ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও চিন।
অবশ্যই পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ইডেনের ম্যাচ, KKR-র লাভ হল না ক্ষতি? দেখুন প্লে-অফের সমীকরণ
দুই দেশের মধ্যে চিড় খাওয়া সম্পর্ক জুড়ল তখনই যখন কিনা পাকিস্তানের সাথে ভারতের পারস্পারিক সম্পর্ক একেবারে বেহাল। জানিয়ে রাখি, মানস সরোবর যাত্রা শুরু করার পাশাপাশি চিন ও ভারতের মধ্যে পুনরায় সরাসরি বিমান যাত্রা শুরু করার ইতিবাচক ইঙ্গিতও মিলেছে। যদিও সরকারিভাবে এখনও এই তথ্য দেয়নি কোনও দেশই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |