সৌভিক মুখার্জী, কলকাতা: মে মাসে পাকিস্তানের উপর চালানো ভারতের অপারেশন সিঁদুরের সময় উদ্ধার হওয়া চিনা PL-15E মিসাইলের (PL-15E Missile) ধ্বংসাবশেষ এবার ভারত হস্তান্তর করতে চলেছে এক বন্ধু রাষ্ট্রকে। হ্যাঁ, এই সিদ্ধান্তকে ঘিরে গোটা প্রতিরক্ষা মহল নড়েচড়ে বসেছে। সূত্রের খবর, ভারতের প্রতিরক্ষা সংস্থা DRDO এই ক্ষেপণাস্ত্রের আটটি ধ্বংসাবশেষ উদ্ধার করেছে, যার মধ্যে প্রায় দুটি অক্ষত অবস্থাতেই রয়েছে। তবে কোন দেশের প্রতি হটাৎ এত দরদ উতলে উঠল ভারতের?
ধ্বংসাবশেষ পেয়ে বিরাট কীর্তি ভারতের
জানা যাচ্ছে, এই ধ্বংসাবশেষে রয়েছে PL-15E মিসাইলের গুরুত্বপূর্ণ কিছু অংশ। হ্যাঁ, প্রপালশন সিস্টেম থেকে শুরু করে ডেটালিঙ্ক, AESA রাডার সিকার এবং রেফারেন্স ইউনিট পাওয়া গিয়েছে বলে খবর। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্ধারকে ভারতীয় গোয়েন্দা মহল বিরাট সাফল্য বলেই মনে করছে।
কী ঘটেছিল অপারেশন সিঁদুরে?
2025 সালের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদৎপৃষ্ট জঙ্গি হামলায় নিরীহ 26 জন ভারতীয় পর্যটকের প্রাণ বলিদান যায়। আর এরই প্রতিক্রিয়া হিসেবে গত 7 মে রাতে ভারত চালায় অপারেশন সিঁদুর। তবে তার পাল্টা জবাব হিসেবে সন্ত্রাসের দেশের এয়ার ফোর্স তাদের JF-17 ব্লক III ও J-10CE ফাইটার জেট থেকে চিনা PL-15E মিসাইল নিক্ষেপণ করে।
তবে ভারতীয় বায়ু সেনার রাফলের SPECTRA স্যুট এবং S-400 সুদর্শন চক্রের ইলেকট্রিক ওয়্যারফেয়ার ব্যবস্থা সেটিকে মাঝ আকাশে গুঁড়িয়ে দেয়। হ্যাঁ, পরবর্তীতে ভারতীয় ভূখণ্ডেই সেই ধ্বংসাবশেষ উদ্ধার হয়।
PL-15E কতটা ভয়ানক?
বলে দিই, PL-15E হলো PL-15-র সংস্করণ। এর গতি ম্যাক 5-র থেকেও বেশি। এমনকি এর পাল্লা 145 কিলোমিটার। আর এতে রয়েছে AESA রাডার সিকার ও দুই-মুখী ডেটালিঙ্ক, যা মাঝপথে আঘাত হানতে পারে। জানা যাচ্ছে, PL-15E-র আসল সংস্করণ PLAAF, যার পাল্লা প্রায় 200 থেকে 300 কিলোমিটার। আর এই মিসাইল চিনের বায়ুসেনার আধুনিক রণকৌশল হিসাবেই ব্যবহার করা হয়।
কারা চাইছে PL-15E-র এই গোপন রহস্য?
সূত্র বলছে, জাপান, ফ্রান্স, আমেরিকা,তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি PL-15E মিসাইলের তথ্য পেতে আগ্রহ দেখিয়েছে। জাপানের রাডার ইঞ্জিনিয়ার ইতোমধ্যেই একটি দল ভারতীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে বলে খবর।
পাশাপাশি ফ্রান্স ভারতের রাফায়েল সরবরাহকারীরা Meteor মিসাইলের সাথে PL-15E-কে তুলনা করে এগোতে চাইছে। এমনকি তাইওয়ানের গোয়েন্দা জোট PL-15E-র মাধ্যমে চিনা প্রযুক্তির তথ্য বিশ্লেষণ করতে চাইছে। কারণ দক্ষিণ চিন সাগর এবং তাইওয়ান উপকূলে এখন হাওয়া গরম।
আরও পড়ুনঃ ‘পে কমিশনের রিপোর্ট নিয়ে কর্মীদের নো চিন্তা! ঠিক সময়ে মিলবে DA’, তথ্য ফাঁস মলয়ের
কোন বন্ধু রাষ্ট্রকে এই ধ্বংসাবশেষ দিচ্ছে ভারত?
সূত্রের খবর, ভারত একটি বন্ধুত্বপূর্ণ দেশকেই এই ক্ষতিগ্রস্ত মিসাইলের ধ্বংসাবশেষ দিয়ে সহায়তা করতে চাইছে। যদিও সেই দেশের নাম বর্তমানে গোপন রাখা হয়েছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, এটি কোনও প্রতিরক্ষা প্রযুক্তিতে আগ্রহী মিত্র রাষ্ট্র হতে পারে, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |