নতুন GST-তে ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে দেশবাসীর! ভাষণে জানালেন মোদী

Published on:

Narendra Modi

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মুখেই দেশবাসীর জন্য বিরাট সুখবর দিয়েছে কেন্দ্র সরকার। আগামীকাল থেকেই কার্যকর হচ্ছে নতুন হারে জিএসটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ বিকাল পাঁচটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছেন, এই সংস্কারের ফলে সাধারণ মানুষ বছরে ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় করবে। এমনকি মধ্যবিত্ত থেকে গরিব, সবারই খরচ কমবে আর শিল্পক্ষেত্র পাবে নতুন গতি।

কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, উৎসবের মরশুমে কোটি কোটি পরিবারের মুখে হাসি ফোটাবে এই জিএসটি সংস্কার। ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পর দেশ ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের স্বপ্ন পূরণ করেছে। আর এবার সময় বদলেছে। তাই সংস্কার দরকার। এবার থেকে শুধুমাত্র ৫% আর ১৮% স্ল্যাব থাকবে। দৈনন্দিন ব্যবহার করা বিভিন্ন জিনিস যেমন ব্রাশ, পেস্ট, সাবান থেকে জীবন বীমা, সবকিছুতেই এবার ট্যাক্স কমবে।

কর কাঠামোতে বিরাট পরিবর্তন

আগে একাধিক স্তরে জিএসটি থাকলেও এবার তা দুটি স্তরে নামিয়ে আনা হয়েছে। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস অনেকটাই সস্তা হবে। পাশাপাশি হোটেল ভ্রমণ, গাড়ি-বাড়ি তৈরি, সব ক্ষেত্রেই খরচ অনেকটাই কমবে এবং ক্ষুদ্র ও কুটির শিল্প সরাসরি লাভবান হবে। কারণ কম জিএসটিতে উৎপাদন আর বিক্রি দুটোই বাড়বে।

আরও পড়ুনঃ ইসরোর বিজ্ঞানীর জমি দখল করেই পার্টি অফিস CPIM-র, নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বছর ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনওরকম ট্যাক্স দিতে হবে না। এটি সরকারের দেওয়া সবথেকে বড় উপহার। এর ফলে মধ্যবিত্তের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। এখন গরিব ও সাধারণ মানুষের দিন বদলানোর সময়। মোদী বলেছেন, ভারতের গৌরব এক সময় কুটির শিল্পের উপরেই দাঁড়িয়েছিল। তাই আবারও স্বদেশী পণ্যের ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। যা কিছু ভারতে তৈরি হবে, তা গর্বের সঙ্গে ব্যবহার করতে হবে। বিদেশি আর দেশি প্রোডাক্টের পার্থক্য আমরা যেন কোনওভাবেই ভুলে না যাই। স্বদেশী জিনিস কেনা আর বিক্রি হবে ভারতের মূল শক্তি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥