উপসাগরীয় দেশগুলির মধ্যে ভারতের আসল বন্ধু কে জানেন?

Published on:

Closest Friend Of India in gulf countries

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ ভারত বিরোধী পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব। বন্ধু দেশের এমন আচরণ কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ভারতের। বলা বাহুল্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমানের হাত ধরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তৃতীয়পক্ষ যদি কোনও এক দেশের উপর সামরিক অভিযান বা হামলা চালায় সেক্ষেত্রে অপর দেশটি সেই হামলাকে নিজেদের উপর হওয়া আঘাত হিসেবে বিবেচনা করবে। আর ঠিক সেই আবহে, প্রশ্ন উঠছে উপসাগরীয় দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু (Closest Friend Of India) কে? কার কাঁধে ভরসার হাত রাখতে পারে নয়া দিল্লি?

উপসাগরীয় দেশগুলির মধ্যে কে আদতে ভারতের বন্ধু?

প্রথমেই বলে রাখি, পশ্চিম এশিয়ার আরব উপসাগরের সাথে সীমানা ভাগ করে নেওয়া আরব দেশগুলিকে উপসাগরীয় দেশ বলা হয়ে থাকে। এই তালিকায় রয়েছে, সৌদি আরব, কাতার, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, বহরাইন এবং ওমান। অন্যদিকে ইরান ভৌগোলিকভাবে উপসাগরীয় অঞ্চলে পরে, তবে এটি উপসাগরীয় দেশগুলির গোষ্ঠীতে অন্তর্ভুক্ত নয়। না বললেই নয়, দীর্ঘ সময় ধরে ইতিহাস, সংস্কৃতি, শক্তি এবং বাণিজ্যিক সম্পর্কের নিরিখে এই উপসাগরীয় দেশগুলির সাথে ভারতের সম্পর্ক রয়েছে। কিন্তু এদের মধ্যে আদতে ভারতের বন্ধু কে?

অবশ্যই পড়ুন: নাম বদলে নতুন রূপে জইশ ই মহম্মদ! নিষেধাজ্ঞার জেরে সিদ্ধান্ত জঙ্গি সংগঠনের

প্রথমেই আসা যাক সৌদি আরবের প্রসঙ্গে। এই দেশটির সাথে ভারতের সম্পর্ক আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্ব পায়। সৌদি আরবের সাথে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে গভীর সম্পর্ক রয়েছে ভারতের। গত দুই দশকে এই দুই দেশ সব ফ্রন্টে তাদের সম্পর্ক জোরদার করেছে। বিশেষ করে যুবরাজ মহম্মদ বিন সলমান ক্ষমতায় আসার পর থেকেই নয়া দিল্লির সাথে সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে রিহাদের। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীও ভারতের অন্যতম বন্ধু। এটি সম্ভবত ভারতীয়দের বৃহত্তম বন্ধুত্বপূর্ণ গন্তব্য। বলে রাখি, প্রায় 4.3 মিলিয়ন ভারতীয় UAE তে বসবাস করেন। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 35 শতাংশ।

এছাড়াও, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার UAE। সেই সূত্রে বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের কাছে UAE-র এবং UAE-র কাছে ভারতের গুরুত্ব অপরিসীম। বলা বাহুল্য, ভারতের মোট রোমিট্যান্সের 27 শতাংশই আসে UAE থেকে। পাশাপাশি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। এই দুই দেশ ছাড়াও কাতার, কুয়েত, ওমান, ইরাক এবং বহরাইনের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। কাজেই উপসাগরীয় দেশগুলির মধ্যে বেশিরভাগ দেশই ভারতের শুভাকাঙ্ক্ষী। তবে সৌদি আরবের মতো কাছের বন্ধু যখন বিরোধী পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তিতে যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আসলে এদের মধ্যে ভারতের বন্ধু কে?

সেই প্রসঙ্গে বলি, কুয়েত, কাতার, ওমানের মতো দেশগুলি ভারতীয় সম্প্রদায় এবং অর্থনৈতিক সহযোগিতার কারণে নয়া দিল্লির পাশে রয়েছে। তবে যদি সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর কথা বলা হয় সেক্ষেত্রে, প্রথমেই নাম আসবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর। আপাতত PM India-র রিপোর্ট সেই তথ্যই দিচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥