বেকারদের মাসে ১০০০ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, শুধু মানতে হবে এই শর্ত

Published on:

mnssby 2025

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের আবহে একের পর এক ঘোষণা করেই চলেছেন বিহারের নীতিশ কুমার সরকার। এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না। তবে এবার বেকার যুবকদের জন্য সরকার যে ঘোষণা করল তা সকলকে চমকে দিয়েছে। এবার থেকে বেকার যুবক, যুবতীরা মাসে ১০০০ করে টাকা পাবেন।

বেকারদের ১০০০ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্নাতক সম্পন্ন করেছেন এবং বেকার, এমন যুবক-যুবতীরা মাসিক ১,০০০ টাকা ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন। মনে করা হচ্ছে যে এটি ২০২৫ সালের মধ্যে এনডিএ-র ২২৫টি আসনের লক্ষ্য অর্জনের জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নীতিশ কুমার তার X হ্যান্ডেলে পোস্ট করেছেন যে, ‘রাজ্য সরকারের “সাত নিশ্চয়” কর্মসূচির আওতায় ইতিমধ্যেই চালু থাকা মুখ্যমন্ত্রীর স্বনির্ভর ভাতা প্রকল্পটি সম্প্রসারিত করা হয়েছে। এই প্রকল্পের আওতায়, ইন্টারমিডিয়েট-স্নাতক যুবকদের জন্য ইতিমধ্যেই প্রদত্ত স্বনির্ভর ভাতা প্রকল্পের সুবিধাগুলি কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে বেকার স্নাতকদের মধ্যেও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘২০-২৫ বছর বয়সী স্নাতক যুবক যারা পড়াশোনা করছেন না এবং কর্মসংস্থান খুঁজছেন, স্ব-নিযুক্ত নন, অথবা কোনও সরকারি, বেসরকারি বা বেসরকারি সংস্থায় নিযুক্ত নন, তারাও সর্বোচ্চ দুই বছরের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা হারে মুখ্যমন্ত্রীর স্বনির্ভর ভাতা (MNSSBY 2025) পাবেন। আমি আশা করি এই যুবকরা এই সহায়তা ভাতা ব্যবহার করে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবে, যাতে তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’ তিনি বলেন, রাজ্য সরকারের এই দূরদর্শী উদ্যোগের লক্ষ্য হল রাজ্যের যুবকদের সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। এখানকার শিক্ষিত যুবকদের স্বাবলম্বী, দক্ষ এবং কর্মসংস্থানমুখী হয়ে ওঠা উচিত, যাতে তারা রাজ্য ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

১ কোটি যুবককে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য

এর আগে, নীতিশ কুমার তার পোস্টে লিখেছিলেন যে ২০০৫ সালের নভেম্বরে নতুন সরকার গঠনের পর থেকে, যতটা সম্ভব যুবকদের সরকারি চাকরি এবং কর্মসংস্থান প্রদান এবং তাদের ক্ষমতায়ন করা আমাদের অগ্রাধিকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ১ কোটি যুবককে সরকারি চাকরি এবং কর্মসংস্থান প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী সময়ে, সরকারি এবং বেসরকারি খাতে প্রচুর সংখ্যক নতুন চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য, যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যাতে তারা চাকরি/কর্মসংস্থান পেতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥