PNB কাণ্ডের মেহুল চোকসির ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামের রায় আদালতের

Published:

Mehul Choksi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৩ হাজার কোটি টাকা জালিয়াতি মামলায় যুক্ত ছিল অভিযুক্ত মেহুল চোকসি (Mehul Choksi)। অবশেষে মুম্বাইয়ের এক বিশেষ আদালত তার ১৩টি সম্পত্তির নিলামের রায় দিল। আর এই নিলাম থেকে পাওয়া প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট আদালতের ফিক্সড ডিপোজিট হিসেবে সংরক্ষণ করে রাখা হবে। তবে কোথায় কোথায় রয়েছে তার এই বিপুল সম্পত্তি?

কী নির্দেশ দিল আদালত?

গত ৪ নভেম্বর আদালত স্পষ্ট বলেছে, গীতাঞ্জলি জেমস লিমিটেডের এই সম্পত্তিগুলির আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৪৬ কোটি টাকা। এর মধ্যে ২.৬ কোটি টাকার চারটি ফ্ল্যাট, বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ভারত ডায়মন্ড বোরস ভবনের একটি বাণিজ্যিক ইউনিট আর ১৪টি গাড়ি রাখার পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য প্রায় ১৯.৭ কোটি টাকা। পাশাপাশি গুরগাঁও ইস্টে শিল্পকলা এবং উদ্যোগনগরে আরও একটি গালা রয়েছে। এছাড়া জয়পুরের কারখানায় রুপোর ইট, মূল্যবান পাথর ও মেশিনও রয়েছে। আর এই সম্পত্তিগুলি ২০১৮ সালেই নথিভুক্ত করা হয়েছিল।

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, আদালতের নির্দেশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে, গীতাঞ্জলি জেমস এবং সংশ্লিষ্ট লিকুইডেটররা নিলাম থেকে প্রাপ্ত অর্থ আইসিআইসিআই ব্যাঙ্কে বিশেষ আদালতের নামেই ফিক্সড ডিপোজিট করে রাখবে। তবে সেখান থেকে নিলামের খরচ বাদ দেওয়া হবে।

২০১৮ সালেই হয়েছিল কেলেঙ্কারি

বলাবাহুল্য, ২০১৮ সালে প্রথমবার পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল। আর সেই মামলায় নিরব মোদীর নাম জড়ায়, যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে যায়। কিন্তু কীভাবে কেলেঙ্কারি হয়েছিল সে বিষয়ে কোনওরকম তথ্য আসেনি। তবে অভিযোগ উঠছিল, ব্যাঙ্কের কয়েকজন কর্মীর সাহায্যেই কোটি কোটি টাকা ধুলিস্যাত হয়েছিল। তবে তার মূল অভিযুক্ত নিরব মোদী এবং তার মামা মেহুল চোকসি।

আরও পড়ুনঃ ‘SIR শুরু হতেই পালাতে ব্যস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা!’ ভিডিও পোস্ট শুভেন্দুর

গীতাঞ্জলি জেমস লিমিটেড পিএনবি কেলেঙ্কারির তদন্তের মূল সংস্থা। তবে তদন্ত চলাকালীন মেহুল চোকসি পলাতক অপরাধি হিসেবে পরিচিত। সম্প্রতি বেলজিয়ামের একটি আদালত তার ভারতের প্রত্যর্পণের অনুমতিও দিয়েছে। এমনকি সেখান থেকে তার বিরুদ্ধে অপরাধচক্রে অংশগ্রহণ, জালিয়াতি দুর্নীতি ও জাল নথি ব্যবহারের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ২০০১ ধারায় থাকা প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে মেহুল চোকসি ইতিমধ্যে বেলজিয়াম সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join