প্রীতি পোদ্দার, কলকাতা: ফের স্বজনহারানো যন্ত্রণার স্মৃতি উসকে দিতে চলেছে করোনা ভাইরাস। দেশজুড়ে যেন জাঁকিয়ে বসতে চলেছে এই মারণ রোগের ভাইরাস। সম্প্রতি একাধিক দেশে যে হারে সংক্রমণের (Covid Cases) নতুন ঢেউ থাবা বসিয়েছে, তাতে আরও একবার মৃত্যু মিছিলের শঙ্কা তৈরি হয়েছে বিশ্ববাসীর মনে। বাদ যাচ্ছে না ভারতও। গত কয়েকদিনে হুড়মুড়িয়ে সংক্রমণ বেড়েছে দেশে। শুধু তাই নয়, কেরল, দিল্লিতে বাড়ছে সংক্রমণ। আর এই খবর প্রকাশ্যে আসতেই আশঙ্কা তৈরি হল এই ভেবে তবে কি আবার শুরু হবে লকডাউন?
করোনা মোকাবিলায় নতুন নির্দেশিকা
কেরলের স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ভারতের কেরলের অবস্থা বেশ খারাপের দিকে এগোচ্ছে। চলতি মাসে এখন পর্যন্ত ২৭৩ জন করোনা আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়েছে। ওদিকে রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রমণের দাপট। গত বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া সরকারি তথ্য সূত্রে জানা গিয়েছে ২৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তাই এই নয়া তাণ্ডবের মোকাবিলা করতে নতুন নির্দেশিকা জারি করল দিল্লির স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখার ওপর নজরদারি জোরদার করা হল।
স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে হাসপাতাল গুলির বৈঠক
করোনার এই ভয়ংকর দাপটের জেরে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন এখন পর্যন্ত ২৩ জন বাসিন্দা কোভিডের শিকার হয়েছেন। এই সংখ্যা যাতে ভবিষ্যতে আর না বাড়ে তার জন্য ইতিমধ্যেই আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। সংক্রমনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাঁধ রাখার জন্য হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করা হচ্ছে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আটজন সদস্যকে নিয়ে উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে।” অন্যদিকে কেরলেও করোনা সংক্রমণ মোকাবিলা করার জন্য একের পর এক বৈঠক করে চলেছে কেরালা সরকার।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সরকারি রিপোর্টার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে কেরলে কোট্টায়ামে ৮২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তিরুঅনন্তপুরমে ৭৩ জন এবং এর্নাকুলামে ৪৯ জন আক্রান্ত হয়েছেন। তাই প্রাথমিক ভাবে এই সংক্রমণ মোকাবিলা করার জন্য সাধারণ মানুষকে প্রয়োজনে মাক্স পরার পরামর্শ দেওয়া হয়েছে কেরালার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। তবে এই ভ্যারিয়্যান্ট মারণ নয় বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ফেল করলেও মিলবে সুযোগ! উচ্চ মাধ্যমিকে বিষয় পরিবর্তনের ব্যবস্থা
প্রসঙ্গত, গত কয়েকদিনে নতুন করে করোনা ভয় দেখা গিয়েছে হংকং, সিঙ্গাপুরে। তাই এই পরিস্থিতি মোকাবিলা করতে এক উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। যেখানে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (NCDC), জরুরি চিকিৎসা ত্রাণ (EMR) বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা সেল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধু এই দুই রাজ্য নয় মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, কর্নাটক-সহ একাধিক রাজ্যের বাসিন্দারা কোভিডে আক্রান্ত হয়েছেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |