Indiahood-nabobarsho

বাজেটেই আসবে সুখবর, দাম কমতে পারে LPG-র, কত করে মিলবে গ্যাস সিলিন্ডার?

Published on:

lpg cylinder price

শ্বেতা মিত্র, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের একবার শুরু হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী এবং সমাজের নানা স্তরের মানুষ এই কেন্দ্রীয় বাজেটের দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন। আসলেই বাজেটে কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে সেটা জানতে ইচ্ছুক সকলে। জানা যাচ্ছে, খুব সম্ভবত এলপিজি (Liquefied petroleum gas) গ্যাস সিলিন্ডারের দাম হয়তো কমতে পারে। অর্থাৎ আগামী দিনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন দেশের কোটি কোটি মানুষ। আসন্ন কেন্দ্রীয় বাজেটে LPG সিলিন্ডারের দাম নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার বলে শোনা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দাম কমবে গ্যাসের?

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় বাজেট ২২০৫ সালে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই রান্নার গ্যাসে ভর্তুকি বাবদ ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করতে বলেছে কেন্দ্রীয় তেলমন্ত্রক। সরকার যদি এই দাবি মেনে নেয় তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) এর মতো তেল সংস্থাগুলির ক্ষতি পূরণ করা যেতে পারে।

বর্তমানে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম ৮০০ টাকার আশেপাশে। বাজেটে ভর্তুকি বাড়ানো হলে মূল্যস্ফীতি থেকে মুক্তি পেতে পারেন সাধারণ মানুষ। তবে বাজেট পেশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হবে। সাধারণ মানুষ আশাবাদী যে ২০২৫ সালের বাজেটে এলপিজি সিলিন্ডারের দাম কমানোর জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপকৃত হবেন কোটি কোটি মানুষ

যদি গ্যাসের দাম কমায় সরকার তাহলে এর জেরে উপকৃত হবেন দেশের কোটি কোটি মানুষ তা বলাই বাহুল্য। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে। ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি)। যদিও গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে ঘরে বসে ইউনিক ব্যবসা, মাসে হবে দারুণ আয়

২০২৫ সালের ১ জানুয়ারি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমানো হয়েছিল। ছয় মাস পর কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। জানুয়ারির আগে টানা ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশি ছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group