সৌভিক মুখার্জী, কলকাতা: সাম্প্রদায়িক দাঙ্গার জেরে ওড়িশার কটক (Cuttack Violence) শহরে গতকাল ছড়িয়েছে উত্তেজনা। এই আবহে গতকাল থেকেই 36 ঘন্টার কার্ফু জারি করা হয়েছে। মূলত কয়েকটি থানা সংলগ্ন এলাকাতেই এই কার্ফু জারি হয়েছে, যাতে পরিস্থিত আর উত্তপ্ত না হয়। মূলত দুর্গাপুজোর বিসর্জন মন্ডপে এক মিছিল ও বিশ্ব হিন্দু পরিষদের বাইক চলাকালীন র্যালির মাঝেই এই উত্তেজনা সূত্রপাত। আর এই সংঘর্ষে মোটামুটি 25 জন পুলিশ কর্মী আহত হয়েছে, যাদের মধ্যে 8 জনের অবস্থা খুবই গুরুতর।
কীভাবে ঘটল এই ঘটনা?
পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং-এর বিবৃতি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যাবেলা এক বিসর্জন মিছিলের সময় ব্যক্তিগত বিবাদের জেরে বচসা হয়। এরপর চারজনকে গ্রেফতার করা হয়েছিল। আর রবিবার কটকে VHP এর বাইক র্যালি অনুমোদন ছাড়াই চলে। আর ওই মিছিলটি সংবেদনশীল এলাকা দিয়েই যাচ্ছিল, যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা ছিল। তবে পুলিশ সেই র্যালি বন্ধ করতে গেলে উত্তেজনা ছড়ায়। এমনকি পুলিশ তৎপর হলে র্যালিতে অংশগ্রহণকারীরা পুলিশের দিকেই পাথর ছুঁড়ে মারে। তবে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
MAJOR COMMUNAL FLARE-UP IN CUTTACK.
📍Muslims throw stones at Durga immersion procession. Swords are out.
📍Cops including DCP injured.
📍Hindu groups retaliate. Bajrang Dal on streets.
📍VHP bandh tomorrow.
📍Internet blocked for 24 hours. pic.twitter.com/EQcVsPwmmy— Abhijit Majumder (@abhijitmajumder) October 5, 2025
এর জেরে পুলিশ কমিশনার ঘোষণা করেছে, রবিবার রাত 10টা থেকে 36 ঘণ্টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। তবে স্বাস্থ্যসেবা, দুধ, সবজি সরবরাহ, ছাত্র-ছাত্রী আর অফিস যাত্রীরা কার্ফুর আওতায় পড়বে না। এমনকি উড়িষ্যা পুলিশের ডিজিপি জানিয়েছেন, শান্তি নষ্ট করতে যারা এগোবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে উড়িষ্যা সরকার কটকে 24 ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি হোম ডিপার্টমেন্ট জানিয়েছে, মিথ্যা ও উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই রবিবার সন্ধ্যা 7টা থেকে সোমবার সন্ধ্যা 7টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ১৪ অক্টোবর অবধি জেলেই থাকতে হবে সোনমকে! নির্দেশ সুপ্রিম কোর্টের
মুখ্যমন্ত্রীর আবেদন
এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কটক হাজার বছরের পুরনো শহর। সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা আমাদের মূল দায়িত্ব। সাম্প্রদায়িক হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।