DA, পেনশন সহ ৪৬ দাবি নিয়ে চলবে একমাস আন্দোলন! বড় ঘোষণা সরকারি কর্মীদের

Published:

government employee
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গে ডিএ (Dearness Allowance) নিয়ে বিতর্কের শেষ নেই। কবে এই বিতর্কের অবসান ঘটবে? উত্তর জানা নেই কারোর। এদিকে সুপ্রিম কোর্টে মামলা বারবার উঠলেও শুনানি হচ্ছে না। ফলে সব মিলিয়ে মাসের পর মাস বছরের পর বছর ধরে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের। তবে এবার বিজেপি শাসিত রাজ্যে কিনা উঠল DA-র দাবিতে আওয়াজ। শুরু হল আন্দোলন।

এই রাজ্যেও শুরু DA নিয়ে আন্দোলন

বাংলার আঁচ পড়েছে মধ্যপ্রদেশেও। আসলে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারী ও আধিকারিকরা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। ডিএ-পেনশন-সহ আরও অনেক দাবিতে ঐক্যবদ্ধ হতে চলেছেন কর্মীরা। কর্মচারীরা তাদের অধিকারের জন্য এক মাস ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রস্তুতি নিয়েছে। যা শুরু হতে চলেছে ১৬ জানুয়ারি থেকে।

ডিএ, ওপিএস, ক্লার্কদের সমান গ্রেড বেতন, সরাসরি নিয়োগ, পদোন্নতি, সপ্তম বেতন স্কেল এবং অন্যান্য অনেক দাবির জন্য কর্মচারীরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে। দাবি মেটাতে জেলা, বিভাগ ও রাজধানী ভোপালে বিক্ষোভ দেখাবো হবে বলে খবর। টানা এক মাসব্যাপী চলবে এই আন্দোলন।

টানা এক মাস চলবে আন্দোলন

জানা গিয়েছে, ১৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি অবধি চলবে সকলের বিক্ষোভ আন্দোলন। এরসঙ্গে ৭ ফেব্রুয়ারি সব জেলায় বিক্ষোভ হবে। রাজধানী ভোপালের সাতপুরা ভবনের সামনে একটি প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সরকারি কর্মচারীদের বকেয়া দাবি বাস্তবায়িত না হলে ১৬ ফেব্রুয়ারি ব্লক, জেলা ও বিভাগীয় পর্যায়ে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যাইহোক, আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join