দুষ্কৃতির জন্মদিনের পার্টিতে মেয়েদের সাথে ড্যান্স, বিয়ারে মত্ত! প্রকাশ্যে আসতেই সাসপেন্ড ৪ পুলিশ কর্মী

Published:

Viral Video
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: যোগী রাজ্যে পুলিশ প্রশাসনের অনিয়মের ঘটনা দিনের পর দিন মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক তেমনই এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। হ্যাঁ, এক কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিনের অনুষ্ঠানে পুলিশের নাচ-গান আর বিয়ার পান করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। এমনকি ভিডিও প্রকাশ্যে আসতেই চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি কী?

সূত্রের খবর, এই ঘটনাটি সাহিবাবাদ বর্ডার আউটপোস্টে ঘটেছে। সোমবার রাতে 22 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে, আউটপোস্টের ইনচার্জ সহ চার পুলিশকর্মী একসঙ্গে মেয়েদের সঙ্গে নাচ করছেন এবং তাদের হাতে বিয়ারের বোতল। উল্লেখ্য, ওই জন্মদিনের আয়োজক ইরশাদ মালিক। তিনি একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এমনকি মঞ্চে বসে ওই নৃত্য উপভোগ করছেন তিনি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগড়ে দিতে থাকেন নেটিজেনরা।

এদিকে গাজিয়াবাদ পুলিশের তরফ থেকে এই ঘটনাকে লজ্জাজনক হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ নিমিশ পটেল তৎক্ষণাৎ ওই চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করে দিয়েছে। এর মধ্যে আউটপোস্ট ইনচার্জ আশীষ জাদোন সহ আরও তিনজন কনস্টেবল রয়েছে। এদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। যদি প্রমাণিত হয় যে, অভিযুক্তরা কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, ওই ভিডিও ভাইরাল হতেই সাধারণ মানুষ একের পরে ক্ষোভ উগড়ে দিতে থাকে। প্রশ্ন উঠছে, যারা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বেই রয়েছে, তারা যদি এরকম দুষ্কৃতীদের জন্মদিনে বেপরোয়া ভাবে নাচ করতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায় যাবে? এখন সমস্ত প্রশ্নের উত্তর সময় দেবে।

আরও পড়ুনঃ WhatsApp চ্যাট কীভাবে Arattai-তে ট্রান্সফার করবেন? রইল সম্পূর্ণ প্রসেস

কিছুদিন আগেই ঘটেছে এরকম ঘটনা

প্রসঙ্গত, কিছুদিন আগে মধ্যপ্রদেশের এক হোটেলে ঘটে এরকমই এক ঘটনা। গত 2 সেপ্টেম্বর কনস্টেবল রাহুল বউদ-এর জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। আর সেখানে সিভিল লাইনস থানার এএসআই সঞ্জীব গৌড় উপস্থিত ছিলেন। আর তাঁকেই ড্যান্সার গার্লদের সঙ্গে অন্য ভঙ্গিতে নাচতে দেখা যায়। এমনকি তাঁদের সঙ্গে কোমর দোলাতে থাকেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁকে এবং কনস্টেবল রাহুল বউদকে সাসপেন্ড করে দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join