সহেলি মিত্র, কলকাতাঃ রাত পোহালেই বাংলা সহ গোটা দেশজুড়ে রয়েছে মক ড্রিল। কাশ্মীরের পেহলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান যেন যুদ্ধ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। দুই দেশের মধ্যে এখন যেন ঠান্ডা যুদ্ধ চলছে। যুদ্ধের আগুন যে কোনো সময় জ্বলে উঠতে পারে বলে অনেকের ধারণ। কেন্দ্রীয় সরকার নিরাপত্তা প্রস্তুতির জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বেশ কয়েকটি রাজ্যকে আগামীকাল অর্থাৎ ৭ মে, সিভিল ডিফেন্স মক ড্রিল আয়োজনের নির্দেশ দিয়েছে। তবে এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই দিল্লী বিমানবন্দরে (Delhi Airport) জারি করা হল জরুরি অবস্থা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
জরুরি অবস্থা জারি বিমানবন্দরে
আগামীকাল সব রাজ্যে যুদ্ধের সাইরেন বাজবে। সকলকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক একপ্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। যাইহোক, মঙ্গলবার বিকেল ৩:৫০ নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ব্যাংকক থেকে মস্কোগামী ফ্লাইট SU 273 এর কেবিন থেকে ধোঁয়া বের হওয়ার পর চারিদিকে শোরগোল পড়ে যায়।
বিমানে ছিলেন কয়েকশো যাত্রী, ক্রু
যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটিতে থাকা প্রায় ৪২০ জন যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদে আছেন। আইজিআই বিমানবন্দর বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, পাইলট ফ্লাইট কেবিনে ধোঁয়া বেরনোর সঙ্গে সঙ্গে জরুরি প্রক্রিয়া শুরু করা হয়। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিমানের ভেতরে ধোঁয়া দেখা যাওয়ার পর বিমানের ক্রুরা বিকেল ৩:৫০ নাগাদ বিমান ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন এবং জরুরি অবতরণের অনুরোধ করেন। ৪২৫ জন যাত্রী বহনকারী বিমানটি কোনও দুর্ঘটনা ছাড়াই নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। জরুরি অবতরণের সঙ্গে সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রোটোকল অনুসরণ করা হয় বলে খবর। বিমানের নিরাপত্তা পরীক্ষা চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে গন্ধের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |