‘সরকারের সাথে কোনও সম্পর্ক নেই’, ভারতের বিমানবন্দরে কাজ খুইয়ে মুখ খুলল তুর্কির সংস্থা

Published on:

Turkish Airlines

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জাতীয় নিরাপত্তা, সামরিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় আবারও চাঞ্চল্যকর মোড় নিল। সূত্রের খবর, তুরস্কের সঙ্গে সম্পর্ক থাকা এক বিমান পরিষেবা সংস্থার (Turkish Airlines) লাইসেন্স বাতিল করে ফেলেছে গেরুয়া সরকার। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা এবং বিতর্ক।

আসলে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেলেবি অ্যাভিয়েশন ইন্ডিয়া (Celebi Aviation India)। যারা কিনা বহু ভারতীয় বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে ছিল। কিন্তু কেন এই সংস্থার লাইসেন্স বাতিল করল দিল্লি? চলুন জেনে নেওয়া যাক।

লাইসেন্স বাতিলে শুরু বিতর্ক

দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুর মতো একাধিক বিমানবন্দরে যাত্রী পরিষেবা এবং বিমান পরিচালনার দায়িত্বে ছিল তুর্কি সংস্থা সেলেবি। কিন্তু হঠাৎই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকারের তরফ থেকে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। আর এখান থেকে শুরু হয় জল্পনা।

কারণ এই মুহূর্তে তুরস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান আবহে সন্ত্রাসের দেশকে সামরিক সাহায্য, এমনকি ড্রোন ও সেনা পাঠিয়ে উস্কানি দিচ্ছে তুরস্ক। আর সে কারণেই ভারত এই চুক্তির ইতি টেনেছে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

মুখ খুলল সেলেবি

তবে ভারতের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের পর চাপের মুখে পড়ে সেলেবি অ্যাভিয়েশন এবার মুখ খুলেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের মালিকানার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের কোনও সম্পর্ক নেই। এমনকি সংস্থাটি সেলেবিগ্লু পরিবার দ্বারা পরিচালিত বলেই খবর পাওয়া যাচ্ছে, যারা রাজনীতির সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখে না।

তারা দাবি করছে, তাদের এই সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এখনো পর্যন্ত নিয়মকানুন মেনেই পরিষেবা দিয়ে থাকে। বিবৃতিতে সংস্থা জানায়, আমাদের শেয়ারহোল্ডারদের মধ্যে সুমিয়ি নামের কেউই নেই। ভারত সরকার এমনিতেই আমাদের উপর কড়া নজরদারি করে। আমরা কোনও নিয়ম লঙ্ঘ করিনি। শুধুমাত্র কিছু ভুয়ো তথ্যের জন্যই আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

আরও পড়ুনঃ ১৬ মাসে ৫৪০২ ভিখারিকে তাড়িয়েছে ৬ দেশ! রিপোর্টে নাক কাটল কাঙাল পাকিস্তানের

আপাতত বন্ধ থাকছে পরিষেবা

তবে সেলেবির এই সাফাই সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনোরকম ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, সেলেবি ক্লিয়ারেন্স চেক পরীক্ষায় পাশই করতে পারেনি। যার ফলে আপাতত তাদের লাইসেন্স বাতিল থাকছে। তাই তারা ভারতের বিমানবন্দরগুলিতে আর কোনও কার্যক্রম চালাতে পারবেনা। তবে সেলেবির দাবি সত্য নাকি ভুয়ো, তা সময়েই বলা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥