১৭ ছাত্রীকে যৌন হেনস্থা দিল্লির ভণ্ড বাবার! কে এই স্বামী চৈতন্যানন্দ সরস্বতী? খুলল মুখোশ

Published on:

Chaitanyananda Saraswati

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি দিল্লির বসন্তকুঞ্জের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ম্যানেজার এবং স্বঘোষিত গডম্যান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী (Chaitanyananda Saraswati) ওরফে পার্থ সারথির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, তিনি প্রায় 17 জন ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন। এমনকি দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি বর্তমানে পলাতক।

ঘটনাটি কী?

আসলে ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন একাধিক ছাত্রী, যারা EWS স্কলারশিপের মাধ্যমে PGDM কোর্স করছিলেন। মোট 32 জন ছাত্রীর জবানবন্দীও রেকর্ড করা হয়েছে। আর তাঁদের মধ্যে 17 জন সরাসরি অভিযোগ করছে যে, তাঁদের সাথে অশ্লীল ভাষায় কথা বলা হয়েছে, এমনকি আপত্তিজনক হোয়াটসঅ্যাপ এসএমএস পাঠানো হয়েছে আর জোরপূর্বক শরীর স্পর্শ করা হয়েছে।

এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বসন্তকুঞ্জ থানার পুলিশের তরফ থেকে। আর ইতিমধ্যেই তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে, যার উপর নকল জাতিসংঘের নম্বর প্লেট লাগানো ছিল।

কে এই স্বামী চৈতন্যানন্দ সরস্বতী?

নিউজ 24-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, স্বামী চৈতন্যানন্দ সরস্বতী আসলে পার্থ সারথি নামে পরিচিত। তিনি দিল্লির বসন্তপুঞ্জ এলাকার শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ম্যানেজার ছিলেন। কত 4 আগস্ট, 2025-এ তাঁর বিরুদ্ধে প্রথমবার অভিযোগ দায়ের করা হয়। আর এরপর থেকেই অভিযোগের তালিকা আরও বড় হতে থাকে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আর একাধিকবার অভিযানও চালানো হয়েছে। এমনকি ঘটনাস্থল থেকে হার্ডডিস্ক এবং NVR উদ্ধার করা হয়েছে, যেগুলি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আদালতে 16 জন ছাত্রীর জবানবন্দী রেকর্ড করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর মরসুমে লাগামছাড়া বাড়ছে সোনা, রুপোর দর! আজকের রেট

এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পরেই দক্ষিণাম্নায় শ্রী শরদা পীঠম, শ্রিঙ্গেরী একটি বিবৃত জারি করেছে। যেখানে সরস্বতীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, যিনি আগে পার্থ সারথি নামে পরিচিত ছিলেন, তাঁর নামে বেআইনি কর্মকাণ্ড, অনৈতিক কাজবাজের অভিযোগ ওঠায় তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক আমরা ছিন্ন করতে বাধ্য হচ্ছি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে যথাযথ অভিযোগও জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥