বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাবায় ফের জগত সভায় শ্রেষ্ঠ আসন পেল ভারত। এবার কীর্তিমতী দেশের মহিলা দাবাড়ু। হ্যাঁ, দাবা বিশ্বকাপে এবার ইতিহাস লিখলেন ভারতের দিব্যা দেশমুখ। সোমবার, ট্রাইবেকারে তিনি হারিয়েছেন ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে। আর সেই সূত্রেই দ্বিতীয় র্যাপিড গেম জিতে বিশ্বের দরবারে নিজের প্রতিভাকে তুলে ধরলেন দিব্যা, হলেন বিশ্ব চ্যাম্পিয়ন।
দাবায় প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত
পুরুষদের প্রতিযোগিতায় বিশ্বের দরবারে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছেন অনেকেই। এবার বাজিমাত করলেন দেশের প্রতিভা সম্পন্ন মহিলা দিব্যা দেশমুখ। সোমবার, FIDE মহিলা বিশ্বকাপে ফাইনালের মঞ্চে ট্রাইবেকার 2.5-1.5 স্কোর নিয়েই ভারতীয় সতীর্থকে পরাস্ত করেছেন তিনি।
ম্যাচ প্রসঙ্গে কথা বলতে হলে, প্রথম পর্বে অর্থাৎ প্রথম র্যাপিড গেমে দিব্যা এবং হাম্পি দুজনেই দুর্দান্ত ছন্দে ছিলেন। একে অপরের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েই এগিয়ে চলছিল ম্যাচ। তবে টক্কর সেয়ানে সেয়ানে হওয়ায় শেষ পর্যন্ত ড্র হয়ে যায় প্রথম পর্ব।
ফলত, প্রথম পর্বে সমতা বজায় রেখে দ্বিতীয় র্যাপিড গেমে কালো ঘুঁটি নিয়ে চাল দিতে শুরু করেন দিব্যা। জয় পেতে একেবারে উঠে পড়ে লাগেন তিনি। এদিকে প্রতিপক্ষও হাল ছাড়ার পাত্র নয়। দিব্যার কাছ থেকে একের পর এক কঠিন চাল পাওয়ায় তিনিও ম্যাচ ড্র করার আপ্রাণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বিফলে যায় পরিশ্রম। দীর্ঘ 38 চালের পর প্রতিপক্ষ হাম্পিকে মাত দেন দিব্যা দেশমুখ। আর তাতেই বিশ্বচ্যাম্পিয়নের খাতায় নাম লেখালেন তিনি।
অবশ্যই পড়ুন: ভর্তি হতে পারবে না কোনও বাংলাদেশি পড়ুয়া, সিদ্ধান্ত লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির
𝐃𝐢𝐯𝐲𝐚 𝐃𝐞𝐬𝐡𝐦𝐮𝐤𝐡 𝐝𝐞𝐟𝐞𝐚𝐭𝐬 𝐇𝐮𝐦𝐩𝐲 𝐊𝐨𝐧𝐞𝐫𝐮 𝐭𝐨 𝐰𝐢𝐧 𝐭𝐡𝐞 𝟐𝟎𝟐𝟓 𝐅𝐈𝐃𝐄 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐮𝐩 🏆.#FIDEWorldCup | #DivyaDeshmukh | #HumpyKoneru pic.twitter.com/CubWCPTlLX
— All India Radio News (@airnewsalerts) July 28, 2025
উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা ধীরে ধীরে নিজেই প্রশস্ত করেছেন দিব্যা। এর আগে 2021 সালে ভারতের 21তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। আর তার ঠিক পরের বছরই অর্থাৎ 2022 এ মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন দিব্যা। শুধু তাই নয়, ওই একই বছরে অলিম্পিয়াডে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন এই তরুণী প্রতিভা। বলা বাহুল্য, 2020 সালে অনলাইনে FIDE অলিম্পিয়াডে সোনা জিতেছিলেন তিনি। এবার ভারতীয় সতীর্থকে বধ করে হলেন বিশ্ব চ্যাম্পিয়ন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |