দীপাবলি থেকে ভাইফোঁটা, ধনতেরাস! অক্টোবর, নভেম্বরে একগাদা ছুটি! দেখে নিন হলিডে লিস্ট

Published on:

Updated on:

kolkata diwali holiday list

শ্বেতা মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে ধনতেরস থেকে শুরু করে দীপাবলির মতো একের পর এক উৎসব। ফলে সকলেই এখন কার্যত উৎসব ও ছুটির মেজাজে রয়েছেন। এদিকে এই উৎসবের আবহে পোয়াবারো হতে চলেছে স্কুল পড়ুয়াদের। কারণ এক টানা ফের কয়েকটি ছুটি পেতে চলেছে সকলে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে চলতি বছরে অক্টোবর মাসে প্রথম দিক থেকেই ছুটি শুরু হয়ে গিয়েছিল। এবার নভেম্বরেও সেই ধারাবাহিককতা বজায় থাকবে বলে খবর। জানলে খুশি হবেন, বিভিন্ন শহর এবং রাজ্যে এবার দীপাবলিতে ৪ থেকে ৬ দিনের ছুটি থাকতে পারে। তাহলে চলুন জেনে নিন কবে থেকে দীপাবলির ছুটি শুরু হবে?

ধনতেরস কবে? Dhanteras 2024

দীপাবলির আগে রয়েছে ধনতেরস। জানা গিয়েছে, ২০২৪ সালে ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর। এই উপলক্ষে উত্তরপ্রদেশ-দিল্লি সহ সমস্ত রাজ্যে দীপাবলির ছুটি শুরু হতে চলেছে। পড়ুয়াদের স্কুল ছুটিও শুরু হবে এই দিন থেকে।

ছোট দীপাবলি | Choti Diwali 2024 |

এরপর রয়েছে ছোট দীপাবলি। চলতি বছর ৩০ অক্টোবর নরক চতুর্দশী বা ছোটি দীপাবলি উদযাপিত হবে এবং এই উপলক্ষেও সারা দেশের সমস্ত স্কুলে ছুটি থাকবে।

দীপাবলি কবে | Deepawali 2024 |

এবার ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দীপাবলি উৎসব নিয়ে সংশয়ের পরিস্থিতি তৈরী হয়েছে। যদিও অধিকাংশ পণ্ডিতই মনে করেন, এবার ৩১ অক্টোবর দীপাবলি পালিত হবে। অর্থাৎ দীপাবলিতে স্কুল ছুটি থাকবে ৩১ অক্টোবর। এরপর ১ নভেম্বরও বেশ কিছু জায়গায় ছুটি থাকবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

গোবর্ধন পুজো

২ নভেম্বর গোবর্ধন পূজা উদযাপিত হয় এবং এই উপলক্ষেও বেশ কিছু জায়গায় ছুটি হতে চলেছে।

 ভাইফোঁটা | Vaiphota |

এই দিনটার জন্য অধীর আগ্রহের সঙ্গে সকলে অপেক্ষা করে থাকেন। এবার ভাইফোঁটা ৩ নভেম্বর উদযাপিত হতে চলেছে। এদিন আবার রবিবার পড়েছে। ফলে সব জায়গায় ছুটি থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥