২০১৯-র আগের গ্রাহকরা সাবধান! LPG সিলিন্ডার নেওয়ার জন্য করতেই হবে এই কাজ

Published on:

lpg gas cylinder

প্রীতি পোদ্দার, কলকাতাঃ আমাদের দেশে মূলত দুই ধরনের গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ব্যবহার করা হয়ে থাকে। যার মধ্যে একটি হল ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থ বাড়ির রান্নার কাজে ব্যবহৃত হয় এবং অন্যটি ব্যবহার করা হয় ব্যবসার কাজে অর্থাৎ বড় হোটেল, রেস্টুরেন্ট। আর এই আবহেই এবার LPG গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন না করলে কাটা হবে গ্যাস কানেকশন।

WhatsApp Community Join Now

বর্তমানে যেহেতু ব্যবসায়িক কাজে ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের দাম দিনে দিনে বাড়ছে তাই কিছু অসাধু ব্যবসায়ী কারচুপি করে তাদের ব্যবসার কাজের জন্য ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বা ১৪ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। আর এটা অপরাধমূলক কাজ বন্ধ করতেই এবার কেন্দ্র সরকার ইতিমধ্যে E- KYC প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সকল গ্যাস সিলিন্ডার গ্রাহক ২০১৯ সালের আগে থেকে গ্যাস কানেকশন নিয়ে রেখেছে তাদেরকে E- KYC করে নিতে হবে শীঘ্রই। ডেডলাইন দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। এই E- KYC প্রক্রিয়াটি গ্রাহক অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারদের কাছে গিয়ে খুব সহজে করে নিতে পারবে। যদি এই কাজ আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে না হয় তাহলে সঙ্গে সঙ্গে গ্যাস কানেকশন বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।

E-KYC করার জন্য প্রয়োজনীয় তথ্য

  1. গ্রাহকের আধার কার্ড,
  2. গ্রাহকের মোবাইল নম্বর
  3. গ্রাহকের কনজিউমার নম্বর

কীভাবে অনলাইনে E-KYC করে নেবেন ?

  1. গ্যাস ডিস্ট্রিবিউটর এর কাছে না গিয়েও বাড়িতে বসে খুব সহজেই সেরে ফেলুন E-KYC। তার জন্য সম্পূর্ণ পদ্ধতি মন দিয়ে জেনে নিন।
  2. প্রথমে www.mylpg.in এর ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর ডানদিকে LPG Subscription Id (17 Digit) লেখার জায়গা রয়েছে। সেখানে গ্রাহকের নিজস্ব ID লিখে সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে।
  3. এরপর Track Your Refil অপশনে ক্লিক করে স্ক্রিনের বাঁদিকে Aadhar Authentication Option এ ক্লিক করে নিতে হবে।
  4. সেখানে আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা লিখে স্ক্রিনে দেয়া captcha code বসিয়ে নিয়ে আবার সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে।
  5. এরপর মোবাইল নম্বরে আসা OTP স্ক্রিনে টাইপ করে নিয়ে Authentication সম্পূর্ণ করে নিতে হবে। তাহলেই E-KYC আপডেট করে নিতে হবে।
সঙ্গে থাকুন ➥