বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 22 এপ্রিল ভারতের ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে 26 জন নিরপরাধকে বেছে বেছে হত্যা করে তাঁদের জীবন সঙ্গিনীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার কাজ করেছিল পাক মদদপুষ্ট সন্ত্রাসীরা। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল সেই অপরাধেরই বদলা (Operation Sindoor)।
আর এই সিঁদুর অভিযান সেরে উঠতেই দুই মহিলা অফিসারকে দিয়ে জঙ্গিনিধন অপারেশনের ব্রিফিং করিয়েছে সাউথ ব্লক। মূলত কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংহ অপারেশন সিঁদুরের ব্রিফিং করেছিলেন। কিন্তু তাঁদের চেনেন কজন?
চিনে নিন ভারতের সেনানায়িকা কর্নেল সোফিয়া কুরেশিকে
ভারতীয় সেনাবাহিনীর অন্যতম উজ্জ্বল নাম কর্নেল সোফিয়া কুরেশি। ভারতের এই বীর নারী 2016 সালের মার্চ মাসে প্রথমবারের জন্য ভারতীয় মহিলা অফিসার হিসেবে বহুজাতিক সামরিক অনুশীলন Exercise Force 18-এ ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
জানিয়ে রাখা ভাল, পুনেতে আয়োজিত এই বিরাট মহড়ায় অংশ নেয় 18টি শক্তিশালী যুদ্ধবিমান। যার মধ্যে ছিল জাপান, রাশিয়া, চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো বহু দেশ। আর এই অনুশীলনেই ভারতের হয়ে 40 সদস্যের দলকে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল কুরেশি। সেবার মূলত কমান্ডিং অফিসারের ভূমিকায় ছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর প্রশিক্ষণ চলেছিল শান্তিরক্ষা কৌশল ও হিউম্যানিটারিয়ান মাইন অ্যাকশনের ওপর।
বলা বাহুল্য, কর্নেল সোফিয়া মাত্র 35 বছর বয়সেই একাধিক সম্মান অর্জন করেছেন। 2006 সালে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেছিলেন এই সোফিয়া। তাছাড়াও 2010 সালে ওই একই ক্ষেত্রে টানা দায়িত্ব পালন করে গেছেন কুরেশি। ভারতীয় সেনাবাহিনীর প্রতি ভালবাসা ও দেশ ভক্তি পরিবার থেকেই পেয়ে এসেছেন কর্নেল সোফিয়া কুরেশি। জানা যায়, তাঁর দাদু সেনাবাহিনীর সদস্য ছিলেন।
উইং কমান্ডার ব্যোমিকা সিংহকে নিয়ে কিছু কথা…
বুধবার অপারেশন সিঁদুর হওয়ার পর সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সহ ভারতীয় সেনার দুই বীর নারী। এদিনই ওই সাংবাদিক বৈঠকে নজরে এসেছিলেন বায়ু সেনার উইং কমান্ডার ব্যোমিকা।
অবশ্যই পড়ুন: বিরাট সাফল্য! ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ ২২ জঙ্গি
ভারতীয় বায়ু সেনা নায়িকার সামগ্রিক কর্মজীবন সম্পর্কে বিস্তারিতভাবে জানা না গেলেও, মহিলা বায়ু সেনা কমান্ডার ব্যোমিকার একেবারে ছেলেবেলার স্বপ্ন ছিল বায়ু সেনায় যুক্ত হওয়ার। সেই মতোই নিজের স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন ভারতের এই নারী প্রতিভা। জানা যায়, স্কুল জীবনেই ন্যাশনাল ক্যাডেট কোরে যোগ দিয়েছিলেন ব্যোমিকা। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে বায়ুসেনার হেলিকপ্টার চালক হিসেবে যুক্ত হন তিনি। খোঁজ নিয়ে জানা গেল, 2019 সালে পুলওয়ামা হামলার বছরে বায়ুসেনার ফ্লায়িং ব্রাঞ্চে স্থায়ী কমিশন পান ব্যোমিকা সিংহ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |