শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ যত সময় এগোচ্ছে ভারত যেন ততই নানা দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠছে। অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশকে টেক্কা দেওয়ার কাজ করছে ভারত। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তবে এবার ভারত নতুন এক যা রেকর্ড করল তা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। এবার ভারতের কাছে রেকর্ড পরিমাণে সোনা মজুদ থাকার খবর প্রকাশ্যে উঠে এলো। আর সবটাই হয়েছে RBI-র বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের হাত ধরে। হ্যাঁ ঠিক শুনেছেন। ভারতের স্বর্ণ ভান্ডার ফুলেফেঁপে ওঠার পিছনে এই শক্তিকান্ত দাসের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়েছে।
ভারতের স্বর্ণ ভান্ডার ভরে উঠল | India Gold Reserve |
জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের হাত ধরে বিগত কয়েক বছরে ভারতের সোনার মজুদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আরবিআইয়ের মতে, ২০১৮ সালের ডিসেম্বরে দাস ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ ২১১ শতাংশ বেড়েছে। আরবিআইয়ের মতে, ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত মোট মজুদে সোনার মূল্য ছিল ৬৫.৭৫৬ বিলিয়ন ডলার। যেখানে ২০১৮ সালের ৭ ডিসেম্বর তা ছিল ২১ দশমিক ১৫০ বিলিয়ন ডলার।
শক্তিকাঁটা দাসের আমলে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৭৮.১ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৭০১.১৭৬ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালের ৭ ডিসেম্বর ছিল ৩৯৩.৭৩৫ বিলিয়ন ডলার। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার সম্পদ, স্বর্ণের রিজার্ভ, এসডিআর এবং আইএমএফের রিজার্ভ অবস্থান। ডলারের পরিপ্রেক্ষিতে, বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন ইউনিটগুলির প্রশংসা বা অবমূল্যায়নের প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতের মোট স্টক
চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কিনছে। মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ সালে, আরবিআই তার মজুদে ২৭.৪৭ টন সোনা যুক্ত করেছে, যা তার মোট স্টক এক বছর আগে ৭৯৪.৬৩ টন থেকে বেড়ে ৮২২.১০ টনে দাঁড়িয়েছে। ভারতে জারি করা নোটের সমর্থন করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৩০৯.০৩ টন সোনা রয়েছে। এর পাশাপাশি, আরবিআই ব্যাঙ্কিং বিভাগের সম্পদ হিসাবে সোনা (সোনা আমানত সহ) রাখে। এর মধ্যে বিদেশে রক্ষিত ৫১৪.০৭ টন সোনা ।
আরও পড়ুনঃ জুড়ছে আরও ৪০ কিমি লাইন, কবে? বড় সুখবর দিল কলকাতা মেট্রো
এক রিপোর্টে দাবি করা হয়েছে, গত ৩১ মে ব্রিটেন থেকে ১০০ টনের বেশি সোনা ফিরিয়ে এনেছে আরবিআই। এর আগে ১৯৯১ সালে কেন্দ্রীয় ব্যাংকের কোষাগারে এত সোনা যোগ হয়েছিল।