২৫,৪৮৮ টন! ভারতীয় মহিলাদের কাছে থাকা সোনার পরিমাণ ১০ দেশের থেকেও বেশি

Published:

Gold
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: একটা সময় ভারতকে ‘সোনে কা খাজানা’ বলা হত অর্থাৎ ভালো বাংলায় যাকে বলে সোনার (Gold) রত্ন ভান্ডার। সেই কারণেই তো সোনার লোভে বিদেশি আক্রমণকারীরা বারবার হানা দিয়েছে দেশে। লুঠে নিয়েছে একের পর এক ভাণ্ডার। কিন্তু সবটা লুঠতে পারেনি। অর্থাৎ তারপরেও ভারতের সম্পদ কমেনি। সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে বিশ্বের মোট ১০ টি দেশের নিরিখে সোনা সবচেয়ে বেশি রয়েছে ভারতের মহিলাদের কাছে। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ সকলের।

মার্কিন যুক্তরাষ্ট্রে সোনার পরিমাণ কত?

সম্প্রতি গোটা বিশ্ব জুড়ে সোনার ভাণ্ডার নিয়ে একটি সমীক্ষা করা হয়। মোট ১০ টি দেশকে সেই সমীক্ষায় আনা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জার্মানি, ইতালি। আর সেই সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই মাথায় হাত সকলের। ফলাফলের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ৮১৩৩ টন সোনা রয়েছে, জার্মানিতে ৩৩৫১ টন, ইতালিতে ২৪৫১ টন, ফ্রান্সে ২৪৩৭ টন এবং রাশিয়াতে সোনার পরিমাণ রয়েছে মোট ২৩৩২ টন।

সোনায় রেকর্ড গড়ল ভারত

এছাড়াও সমীক্ষা সূত্রে জানা গিয়েছে চিন দেশে রয়েছে ২২৭৯ টন, সুইজারল্যান্ডে ১০৩৯ টন, জাপানে রয়েছে ৮৪৫ টন। এবং নেদারল্যান্ড এবং পোল্যান্ডে যথাক্রমে সোনার ভান্ডার রয়েছে ৬১২ এবং ৪৪৮ টন। অর্থাৎ হিসেবের ভিত্তিতে সবচেয়ে কম সোনার ভান্ডার রয়েছে পোল্যান্ডে। কিন্তু সবথেকে বেশি সোনার ভান্ডার রয়েছে একমাত্র ভারতীয় মহিলাদের কাছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতীদের কাছে ২৫৪৮৮ টন সোনা রয়েছে। যা সকলকে অবাক করে দিয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে আজও শুধু ভারতের মহিলাদের কাছে যে পরিমাণ সোনা রয়েছে তা প্রথম বিশ্বের ১০ দেশের মোট সোনার চেয়ে বেশি।

আরও পড়ুন: দীপাবলিতে দেশে সবচেয়ে কম দূষণ কলকাতায়! শব্দবাজির দৌরাত্ম্যের মাঝে জানালেন নগরপাল

উল্লেখ্য, শুধু সোনার গয়না নয়, ভারতে সোনায় বিনিয়োগও করা হয়। ভারতীয়রা সঞ্চয়ের ৫ শতাংশ ব্যাঙ্ক, শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। বাকিটা সোনায়। এছাড়াও জানা গিয়েছে ভারতীয়দের হাতে থাকা মোট সোনার ৮০ শতাংশই গয়না। একই সঙ্গে মন্দিরগুলিতেও হাজার হাজার টন সোনা রয়েছে। যার মধ্যে অন্যতম হল কেরলের পদ্মনাভ স্বামী মন্দির। যেখানে ১৩০০ টন সোনা রয়েছে বলে অনুমান করা হয়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ২৫০ থেকে ৩০০ টন সোনা রয়েছে।

আরওGoldIndia
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join