বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘আমি ওর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করতে চাই না!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে একথা বলেছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On Narendra Modi)। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘মোদি একজন মহান নেতা। উনি আমাকে খুব ভালবাসেন।’ এদিন প্রধানমন্ত্রীকে বারবার বন্ধু বলে উল্লেখ করেই শেষে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ না করার বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প।
ঠিক কী বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট?
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, গতকাল অর্থাৎ বুধবার আমেরিকার ওভাল অফিস থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ভারত প্রসঙ্গে মুখ খোলেন ট্রাম্প। এদিন ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘ভারত একটা অসাধারণ দেশ। আমি বহুদিন ধরেই ভারতকে দেখছি। একটা সময় ছিল যখন বছর বছর নতুন নতুন নেতা পেত দেশটি। কিন্ত এখন আমার বন্ধু অনেকদিন ধরেই আছেন।’
এদিন প্রধানমন্ত্রী প্রসঙ্গে ঢুকেই ট্রাম্প বলতে থাকেন, ‘মোদি আমার বন্ধু। উনি একজন মহান মানুষ। উনি আমাকে খুব ভালবাসেন।’ বন্ধুর প্রশংসা করেই ট্রাম্প একেবারে খোলাখুলি বলেন, ‘আমি তাঁর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিতে চাইনা।’ বিশ্লেষক মহলের মতে, প্রধানমন্ত্রীকে বেশ কয়েকদিক থেকে কার্যত কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। কেরিয়ার শেষ করার মতো বক্তব্যের মধ্যে দিয়ে আসলে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা সহ বেশ কয়েকটি বিষয়কে ইঙ্গিত করেছেন।
যদিও এদিন ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন, মোদি তাঁকে নাকি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্পের কথায়, ‘উনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা হবে না। এটা একেবারে সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। তবে প্রক্রিয়াটি শেষ হবে।’ আমেরিকার প্রেসিডেন্ট মনে করেন, ভারত রাশিয়া থেকে তেল না কিনলে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে চাপে পড়ে যাবে পুতিনের দেশ। তাছাড়াও একদিক থেকে রাশিয়াকে শায়েস্তা করতে এই পদক্ষেপ যথেষ্ট কার্যকারী হবে বলেও মনে করেন তিনি।
অবশ্যই পড়ুন: ‘প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ভারত!’ তালিবানের হামলায় বেসামাল হয়ে ভারতকে নিশানা পাকিস্তানের
প্রতিক্রিয়া জানিয়েছে ভারত
মোদিকে বন্ধু বলে আখ্যা দিয়ে নরমে গরমে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বুধবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়, দেশবাসীর স্বার্থ ও চাহিদার উপর নির্ভর করে ভারতের জ্বালানি নীতি। এর মূল লক্ষ্য, ভারতবাসীর স্বার্থ সুরক্ষিত রাখা। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বলেন, ‘ভারত বিশ্বের অন্যতম বড় তেল এবং গ্যাস আমদানিকারক দেশ। আমাদের লক্ষ্য জাতীয় স্বার্থ সুরক্ষিত করা। উপভোক্তাদের স্বার্থ রক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার। সেটাই আমাদের নীতির লক্ষ্য, কোনও বিদেশি চাপ নয়।’
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, ‘আমরা সব সময়েই জ্বালানির উৎসে বৈচিত্র আনতে চেয়েছি, এখনও চাই। যদিও সেটা বাজারের অবস্থার উপর নির্ভর করে। আমরা কিন্তু একইভাবে আমেরিকার সাথেও গত কয়েক দশকে ধারাবাহিকভাবে জ্বালানি আমদানি বাড়িয়েছি।’ আগামীতেও যে আমেরিকার সাথে ভারতের জ্বালানি বাণিজ্য বাড়বে তারও আভাস দিয়ে রেখেছেন জয়সওয়াল।