প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরনে হয়েছিল পাক জঙ্গির অপারেশন। সেই নৃশংস হত্যা হামলায় প্রাণ হারিয়েছিল ২৬ জন সাধারণ নাগরিক। আর তারই প্রত্যাঘাতে এবার ভারত কড়া জবাব দিল অপারেশন সিঁদুর (Operation Sindoor) এর মাধ্যমে। গতকাল গভীর রাতে মাত্র ২৫ মিনিটের মধ্যেই একেবারে নিখুঁতভাবে ৯টি পাক জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি গুঁড়িয়ে দিয়েছে সেনা। তাতে অন্তত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে। কার্যত যুদ্ধ পরিস্থিতি ভারত-পাকিস্তানের মধ্যে। সীমান্তে জারি গুলির লড়াই। উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
শান্তির দূত হিসাবে এগিয়ে এলেন ট্রাম্প
গতকাল অর্থাৎ বুধবার সাংবাদিক বৈঠক করে অপারেশন সিঁদুর এর অভিযান হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশসচিব ও সেনা। সেই রিপোর্ট সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার জঙ্গিদমন হামলায় ভারতীয় সেনা বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। আর এই গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে ভারতের এই যুদ্ধ আগ্রাসী মনোভাব নিয়ে রীতিমত আতঙ্কিত গোটা বিশ্ব। রাশিয়া-ইউক্রেন, গাজার পর এবার এই সংঘাতেও ‘শান্তির দূত’ হিসাবে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিংসা থামানোর আহ্বান জানালেন তিনি।
অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য ট্রাম্পের
এই প্রসঙ্গে সম্প্রতি ওয়াইট হাউসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। যেখানে ট্রাম্পের তরফে লেখা হয়েছিল যে, “যা হচ্ছে তা খুবই ভয়ংকর। আমি ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই মানিয়ে নিতে পারি। আমি দু’জনকেই খুব ভালো করে চিনি। তাই আমি চাই এই হিংসা থামুক। আমি সব রকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত।”
অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর পাকিস্তানে আঘাত হানার পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “এটা লজ্জাজনক। আমি চাই দু’দেশের এই সংঘাত তাড়াতাড়ি থামুক। অনেকদিন ধরে ওরা লড়াই করছে। এই সংঘাত বহু দশক-শতাব্দী ধরে চলে আসছে।”
আরও পড়ুনঃ লাহোর সহ ১৫ জায়গায় মুহুর্মুহু বিস্ফোরণ, আহত একাধিক জওয়ান! কান্নাকাটি পাকিস্তানের
প্রসঙ্গত, পহেলগাঁও হামলা নিয়েও ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল যে, “ভারত আর পাকিস্তান দু’জনেই আমার খুব কাছের। আমার বন্ধু। কাশ্মীরে তাদের লড়াই ১০০০ বছর ধরে চলে আসছে। এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে। আমার মনে হয়, দুই দেশই পারবে এই সমস্যার সমাধান করতে। আমি নিশ্চিত। আমি দু’দেশের রাষ্ট্রনেতাকেই চিনি। তবে এই জঙ্গি হামলা নিন্দনীয়।” এর আগে গাজায় হামাস-ইজরায়েল সংঘাত এবং রুশ-ইউক্রেন যুদ্ধে নিজে থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ট্রাম্প। তাই বিশ্লেষকরা অনুমান করছে এবার হয়ত ভারত-পাকিস্তানের সংঘাতও মেটাবে ট্রাম্প।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।